• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দশ বছরে তামিমের সেরা ইনিংস কোনটি?


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২১, ২০১৭, ১০:৪৪ এএম
দশ বছরে তামিমের সেরা ইনিংস কোনটি?

ঢাকা : আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবে নিজের জাত চিনিয়েছিলেন তামিম ইকবাল। সেই ধারা বজায় রেখে চলেছেন এখনও। এরইমাঝে পার করে ফেলেছেন আন্তর্জাতিক অঙ্গনে দশ দশটি বছর। ২০০৭ ক্যারিবিয়ান বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে যে তামিমকে দেখা গিয়েছিল তা এখন অনেকটাই অনুপস্থিত। পরিণত এই তামিম নিজের দায়িত্ব নিয়ে সচেতন, পরিস্থিতি অনুযায়ি ব্যাট করতে জানেন।

এখন আর উইকেটে গেলেই ঝড় তোলেন না। উইকেট সেট হওয়ার পর তবেই হাতখোলা শুরু করেন তামিম। এই পরিবর্তনটা কিভাবে এলো সে ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন,‘ গত কয়েক বছরে আমার কিছু কিছু বিষয়ে পরিবর্তন এসেছে। মানসিকভাবেও আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছি। বিশেষ করে গত দুই বছর আমার দারুন কেটেছে। তিন সংস্করণেই ভালো খেলেছি। এই ছন্দটা কতটা ধারাবাহিক করা যায় সেটাই গুরুত্বপূর্ণ।’

এই দশ বছরে তামিমের অর্জনও কম নয়। সবমিলে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন ১৭টি। ফিফটি রয়েছে ৬০টি। শুরুর দিকে অতি আক্রমণাত্মক না হয়ে দেখেশুনে খেললে তামিমের সেঞ্চুরি সংখ্যা বাড়তে পারত। তামিমও সেটা মানেন,‘ ফিফটিগুলোর কতটা সেঞ্চুরি হতে পারত, বলতে পারব না। তবে ১৭টির বেশি হতে পারত। অনেক সুযোগ পেয়েও সেগুলো হাতছাড়া করেছি। সেঞ্চুরি সংখ্যা ২৪ বা ২৫টি হলে ভালো হত।’

সুদীর্ঘ ক্যারিয়ারে বড় বড় অনেক ইনিংস খেলেছেন তামিম। অসংখ্যবার বাংলাদেশকে জিতিয়েছেন। তাই কোনটা ছেড়ে কোন ইনিংসকে সেরা বলবেন সেটা নিয়ে একটু ধন্দেই পড়ে গেলেন তামিম। বললেন,‘ নিজের প্রতিটি ইনিংস আমার কাছে বিশেষ কিছু। তবে কিছু কিছু ম্যাচ রয়েছে যেগুলো স্মৃতিতে বিশেষ জায়গা করে নেয়। গত অক্টোবরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটার কথা বলতে পারি। ভীষণ কঠিন উইকেটে সেঞ্চুরি করেছিলাম। কদিন আগে শ্রীলঙ্কার সঙ্গে ৮২ (শততম টেস্টে), লর্ডসের ইনিংসগুলো (৫৫ ও ১০৩), খুলনায় পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি, এই ইনিংসগুলো ‘স্পেশাল’। যদি আমাকে একটু খুঁজে বের করতে বলেন, সেটা কঠিন। এমন নয় যে, আমার ক্যারিয়ার দুর্দান্ত সব ইনিংসে ভরা। আসলে নিজের কোনও ইনিংসকেই ছোট-বড় করে দেখি না। আর ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি মনে পড়ে, ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতকে হারানোর কথা।’

তামিমের ইচ্ছা, ক্যারিয়ার শেষে তিনি যেন সমসাময়িক ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে থাকতে পারেন,‘ শীর্ষ দশ ব্যাটসম্যানের একজন হতে চাই। ক্রিকেট ইতিহাসে সেরা দশ ব্যাটসম্যানের একজন হওয়া খুব কঠিন। তবে সমসাময়িক ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে থাকতে চাই।’

সোনালীনিউজ/এমটিআই/আরআইবি

Wordbridge School
Link copied!