• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাবানলে জ্বলছে পর্তুগাল, রোনালদোর সাহায্য প্রদান


ক্রীড়া ডেস্ক আগস্ট ১২, ২০১৬, ০৩:১৩ পিএম
দাবানলে জ্বলছে পর্তুগাল, রোনালদোর সাহায্য প্রদান

মাঠের বাইরেও নিজের জন্মভূমির পাশে দাঁড়িয়েছেন পর্তুগালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। তার জন্মস্থান মাদেইরা ভয়াবহ দাবানলে জ্বলছে। ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন রিয়াল তারকা। পর্তুগিজদের ইউরো শিরোপা জেতানো রোনালদো ইতোমধ্যেই মাতৃভূমির ক্ষতিগ্রস্থ মানুষদের আর্থিক সাহায্য পাঠানোর কথা জানিয়েছেন। দেশের এই কঠিন মুহূর্তে পাশে দাঁড়ানো রোনালদো দেশটির প্রাদেশিক সরকার মিগুয়েল আলবুকার্ককে ফোন করে নিজের আর্থিক সাহায্য পাঠানোর ব্যাপারে কথা বলেন।

ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া, শহর থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাদেইরার লোকজনকে। এ ঘটনায় প্রায় তিন শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া যায়।

নিজের অফিসিয়াল ফেসবুকে রোনালদো জানান, মাদেইরা এবং দেশের এই ভয়াবহ অবস্থা আমি দেখেছি। এমন ভয়াবহ সময়ে আমি ব্যথিত। স্বেচ্ছাসেবক দল আর দমকল কর্মীদের আমি ধন্যবাদ জানাই। তারা অনেক ঝুঁকি নিয়ে বহু মানুষকে নিরাপদে নিয়ে গিয়েছে। আমি তাদের সাথেই রয়েছি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!