• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই নির্বাচককে বাদ দিল বিসিসিআই


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১২, ২০১৭, ০৯:১৫ পিএম
দুই নির্বাচককে বাদ দিল বিসিসিআই

ঢাকা: লোধা কমিটির ই-মেইল পেয়ে জাতীয় নির্বাচক কমিটির দুই সদস্যকে ছেঁটে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন থেকে ভারতীয় দল বেছে নেবে তিন সদস্যের নির্বাচক কমিটি। চেয়ারম্যান এমএসকে প্রসাদ ছাড়া বাকি দুই সদস্য হলেন, দেবাং গান্ধী ও শরণদীপ সিং। টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকায় বাদ দেওয়া হয়েছে গগম খোদা ও যতীন পারঞ্জাবেকে।

লোধা কমিটির সুপারিশ ছিল, জাতীয় নির্বাচক কমিটি হবে তিন সদস্যের। প্রত্যেকের টেস্ট খেলার অভিজ্ঞতা থাকতে হবে। ২ জানুয়ারী সুপ্রিম কোর্টের রায়ের পরও নির্বাচক কমিটিতে ছিলেন খোদা ও পারঞ্জাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচনী সভাতেও এই দুজন যোগ দিয়েছিলেন।

কিন্তু বৃহস্পতিবার লোধা কমিটির পক্ষ থেকে ই-মেইল করে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) পরিস্কার জানিয়ে দেওয়া হয়, এখন থেকে ভারতীয় দল নির্বাচন করবে তিন সদস্যের কমিটি এবং কমিটির প্রত্যেক সদস্যের টেস্ট খেলার অভিজ্ঞতা থাকতে হবে। এই নির্দেশ মেনে বাদ দেওয়া হল দুই নির্বাচককে।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!