• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দুই নেত্রীর শাসন দেশবাসী পছন্দ করে না


নিজস্ব প্রতিবেদক মার্চ ২০, ২০১৮, ১২:১৯ পিএম
দুই নেত্রীর শাসন দেশবাসী পছন্দ করে না

ঢাকা : সীমাহীন দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে প্রতিদিন হত্যা, ধর্ষণ, গুম, রাহাজানি চলছে। মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এ নৈরাজ্যকর পরিস্থিতির বেড়াজাল থেকে মুক্তি পেতে চায়। এ দুই নেত্রীর শাসন দেশবাসী পছন্দ করে না।

সোমবার (১৯ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট বিএনএ আয়োজিত আগামী ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের ব্যাংক খাত ও অর্থনীতির বিষয়ে এরশাদ বলেন, শেয়ারবাজার থেকে শত শত কোটি টাকা লোপাট হওয়ায় ক্ষুদ্র বিনিয়োগকারীসহ শত শত পরিবার পথে বসেছে। অনেকে আÍহত্যাও করেছেন। শেয়ারবাজারের টাকাগুলো বড়লোকরা নিয়েছে। ব্যাংকের হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট হয়েছে। বেশ কয়েকটি ব্যাংক অর্থ সঙ্কটের কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এখন ব্যাংক ডাকাতি হয়, ব্যাংকেও টাকা নেই পৃথিবীর কোথাও শুনিনি কেন্দ্রীয় ব্যাংকে ডাকাতি হয়।

তিনি বলেন, দেশে অনেক ছেলে বেকার। পুলিশের কনস্টেবলের চাকরি নিতে ১০ লাখ টাকা, এসআই নিয়োগে ২০ লাখ টাকা ঘুষ নেওয়া হয়। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে। বাংলাদেশ জাতীয় জোট বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

জাতীয় পার্টির নির্বাহী কমিটির যৌথ সভা : ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!