• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে ফিরে সেঞ্চুরি করে নাসিরের জবাব


ক্রীড়া প্রতিবেদক মে ২৭, ২০১৭, ০২:০০ পিএম
দেশে ফিরে সেঞ্চুরি করে নাসিরের জবাব

ঢাকা: আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে ছিলেন। কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। একেবারে শেষ ম্যাচে সুযোগ পেলেন। ফিল্ডিংয়ে চাপের কারণেই হয়তো হাত গলে ক্যাচ পড়েছে। কিন্তু বোলিং দিয়ে গুরুত্বপূর্ণ ২ উইকেট তুলে নিয়ে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন নাসির। মুশফিকুর রহীম-মাহমুদুল্লাহ দারুনভাবে ম্যাচটি শেষ করায় ব্যাট হাতে নামারই সুযোগ পেলেন না।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ট্যান্ডবাই তালিকায় আছেন। তাই দলের বাকিরা যখন ইংল্যান্ডের বিমান ধরেছেন, নাসিরকে উঠতে হয়েছে দেশে ফেরার ফিরতি বিমানে। ফিরেই নাসির গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সেঞ্চুরি করে এটাই বোঝাতে চাইলেন, তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখাটা ছিল ভুল সিদ্ধান্ত!

নাসিরের অনবদ্য সেঞ্চুরির কল্যাণে ফতুল্লায় টস হেরে আগে ব্যাট করে গাজী তুলেছে ৩৫০ রান।রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তিনি ১৩৪ রানের ইনিংসটি খেলেছেন ১১৩ বলে। চার মেরেছেন সাতটি, ছক্কা ছয়টি। পাশপাশি গুরকিরাত সিং ৬০ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন। তাছাড়া মুমিনুল হকের ব্যাট থেকে এসেছে ৬১ বলে ৬৬। জিয়াউর রহমান ও ইলিয়াস সানি পেয়েছেন ২টি করে উইকেট।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!