• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
সাড়ে ৪ ঘণ্টা পর

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু


রাজবাড়ী প্রতিনিধি ডিসেম্বর ২০, ২০১৭, ১১:১৮ এএম
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল শুরু হয়েছে। এ সময় ঘাট এলাকায় শত শত যানবাহন আটকা পড়ে।

বুধবার (২০ ডিসেম্বর) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে নৌরুটে তীব্র কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ভোর ৪টার দিকে নৌরুটের মার্কিং অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এদিকে টানা সাড়ে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় শত শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!