• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন সাব্বিরের দেখা মিলবে আফগান সিরিজে


ক্রীড়া প্রতিবেদক মে ১৯, ২০১৮, ০৮:১০ পিএম
নতুন সাব্বিরের দেখা মিলবে আফগান সিরিজে

ফাইল ছবি

ঢাকা: ঘরোয়া ক্রিকেটে সাব্বির রহমানের নিষেধাজ্ঞা শেষের দিকে। আফগানিস্তান সিরিজ দিয়ে তিনি নতুন শুরু করতে চান। সাব্বিরকে আত্মবিশ্বাস যোগাচ্ছে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনাল। সেই ম্যাচে ভারতের বিপক্ষে ৫০ বলে করেছিলেন ৭৭। যদিও ম্যাচ হেরে সাব্বিরের দুরন্ত ফিফটি কাজে আসেনি।

ভারতের বিপক্ষে সেই ইনিংসটিই সাব্বিরকে ভরসা দিচ্ছে আফগান সিরিজে ভালো করার,‘ এটা আমাকে আত্মবিশ্বাসী করেছে। নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচটা যেভাবে খেলেছি, আগের ম্যাচগুলোয় নিজেকে ওইভাবে চেনাতে পারিনি। ফাইনালে যেভাবে চেয়েছি সেভাবে চেনাতে পেরেছি। সামনে এটা আত্মবিশ্বাস জোগাবে।’

একের পর এক ব্যর্থতায় জাতীয় দলে জায়গাটাই সাব্বিরের জন্য অনিশ্চিত হয়ে পড়েছিল। কেন ছন্দ হারিয়ে ফেলেছিলেন তিনি শনিবার সেটি পরিস্কার করলেন সংবাদমাধ্যমের কাছে,‘আত্মবিশ্বাস বড় জিনিস। রান করলে সব টেকনিক ঠিক থাকে। কোনো দোষই তখন আর দোষ থাকে না! সব কাজই ঠিক থাকে। রান না করলে ভালো শট খেলে আউট হলেও তখন প্রশ্ন ওঠে, টেকনিক খারাপ! হ্যাঁ, টেকনিকে সমস্যা থাকতে পারে, টেম্পারামেন্ট সমস্যা থাকতে পারে। আমার কাছে মনে হয় রান করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

রশিদ খান-মুজিব-উর-রহমানের বোলিং সমৃদ্ধ আফগানরা দারুন শক্তিশালি। কিন্তু সাব্বির নিজেদেরও পিছিয়ে রাখতে রাজি নন, ‘অবশ্যই অভিজ্ঞতায় আমরা এগিয়ে থাকব। আফগানিস্তানের হয়তো তিন-চারজন বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের অনেক ভালো ভালো অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা আইপিএলেও খেলে। আশা করছি অভিজ্ঞতা দিয়ে ম্যাচ জিততে পারব।’

সাব্বির মনে করেন, টি-টোয়েন্টি অন্যরকম খেলা। প্রথম দিকে একরকম আর শেষের দিকে আরেক রকম। তিনি বলেন,‘ টি-টোয়েন্টি ১২০ বলের খেলা। প্রথম কয়েক ওভারে একরকম পরিস্থিতি যাবে। শেষ ছয় ওভার আরেক রকম। ইনিংসের মাঝে থাকে আরেক পরিস্থিতি। আমরা যারা মাঝের ওভারগুলো খেলব বল-টু-বল যদি রান করতে পারি, অন্তত ৪২ বলে যদি ৬০-৭০ রান করতে পারি তাহলে হয়তো আমাদের স্কোর ভালো হবে। উইকেট ছুড়ে না দিয়ে এসে বল অনুযায়ী খেললে বড় স্কোর করতে পারব।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!