• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবম চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে


ক্রীড়া ডেস্ক জুন ১৯, ২০১৭, ০৮:৪৬ পিএম
নবম চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে

ঢাকা: নবম চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে ভারতে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২১ সালে আরও একবার আইসিসি’র মেগা ইভেন্টের আয়োজক দেশ হতে চলেছে ভারত।

ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে উপমহাদেশের দলগুলো আধিপত্য দেখিয়েছে। সেমিফাইনালের চার দলের মধ্যে তিন দলই ছিল উপমহাদেশের (বাংলাদেশ, ভারত ও পাকিস্তান)। ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে পাকিস্তান। স্বভাবতই ভারতের মাটিতে পরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও উপমহাদেশের দলগুলো বিশ্বের অনান্য দলগুলোকে জোড় লড়াইয়ে সামনে ফেলে দিতে পারে। এর মাঝে ২০১৯ –এ ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে মাতবে ক্রিকেটবিশ্ব।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!