• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পত্রিকা পড়েন না নাসির!


ক্রীড়া প্রতিবেদক জুলাই ১৬, ২০১৭, ০৯:০৭ পিএম
পত্রিকা পড়েন না নাসির!

ঢাকা: তাঁকে দ্য ফিনিশার বলে ডাকা হয়। আয়ারল্যান্ড সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না নাসির হোসেন। জাতীয় দলে ফেরার লড়াইয়ে ফিটনেস ক্যাম্পে বাড়তি মনোযোগ দিয়েছেন। রোববার (১৬ জুলাই) অনুশিলন শেষে গণমাধ্যমের সামনে এলেন নাসির। এখানেই উঠে এল নাসিরের জনপ্রিয়তা এবং সমালোচনা। দল থেকে তিনি বাদ পড়লেই তাকে নিয়ে চর্চা হয়। ফেসবুকে ঝড় ওঠে ‘নাসির কেন দলে নেই’।

এটা মনে করিয়ে দিতে নাসির বললেন, ‘জনপ্রিয়তা…আমি জানি না, মানুষ কেন আমাকে ভালোবাসে। এটা আমার বড় পাওয়া। সবাই এমনটি পায় না। আমি সেটি পেয়েছি। তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তারা আমার ওপর যে বিশ্বাস রাখেন, অনেক আশা করেন, আমি চেষ্টা করব সেই বিশ্বাস ও আশাটা রাখার জন্য। সেটা করার জন্য এই অনুশীলন ক্যাম্প, ফিটনেস ক্যাম্প। চেষ্টা করছি জাতীয় দলে ফেরার জন্য।’

নাসিরের মনে করেন, সমালোচনা আসে জনপ্রিয়তার হাত ধরে। তিনি এসব কানে তোলেন না। পত্রিকাও পড়েন না নাসির, ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়। এটা সত্য কথা। আপনি আমাকে এক চোখে দেখবেন, আরেকজন আরেক চোখে দেখবে। আমার চোখ দিয়েও তো আমি সবাইকে এক চোখে দেখতে পারব না। ফেইসবুক বলেন বা পেপার…সত্যি বলতে আমি পেপার পড়ি না।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!