• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাক-ভারত মহারণ, কী বলছেন গাভাস্কার-আকরাম?


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০১৮, ০৮:৩৩ পিএম
পাক-ভারত মহারণ, কী বলছেন গাভাস্কার-আকরাম?

ঢাকা: ক্রিকেটে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই অন্যরকম উত্তেজনা। অন্যরকম শিহরণ জাগায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী কেউ কারও কাছে সহজে হারতে চায় না। এটাই পাক-ভারত ম্যাচের আসল রুপ। ক্রিকেট পিপাসুরা বুধবার আরও একবার উপভোগ করবে পাকিস্তান-ভারতের লড়াই।

এ নিয়ে সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে দু’দেশের সাবেক ক্রিকেটাররা আলোচনায় মেতেছেন। দুই দেশের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও ওয়াসিম আকরাম কথা বলেছেন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। আকরামের ফেবারিট ভারত আর গাভাস্কারের ফেবারিট পাকিস্তান।

আকরাম বলছেন, ‘কোহলি এশিয়া কাপে খেলছে না। বিশ্রামে রয়েছে। গাভাস্কার, আজহার, শচীনরা যখন বিশ্রামে থাকত, তখন আমি ভারতীয়দের বিরুদ্ধে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে বল করতাম। পাকিস্তানি বোলারদের ক্ষেত্রেও এবার সেই বিষয়টা ঘটবে। বিরাট না থাকার সুবিধাটা তারা নিতে চাইবে।’ এরপরই আকরামের সংযোজন, ‘তারপরও বলব এই ম্যাচে কাগজে–কলমে ফেবারিট ভারতই। কারণ ওদের ব্যাটিং শক্তিশালী। বোলিংও বেশ ভালো।’

গাভাস্কার সম্পূর্ণ বিপরীত কথা বললেন। তাঁর ভাষায়,‘  চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান হারিয়েছিল ভারতকে। যা সরফরাজ আহমেদের দলকে বাড়তি মনোবল বাড়াতে সাহায্য করবে।’

আসলে আগে থেকে বলা মুশকিল ভারত–পাকিস্তান ম্যাচে কোন দল জিতবে। এই একটি ম্যাচ নিয়ে দু’দেশের ক্রিকেটাররাই চাপে থাকে। আকরাম যেমন বলেছেন, ‘মাঠে আমরা শেষ বল পর্যন্ত লড়াই করি। মাঠের বাইরে কিন্তু দু’দলের ক্রিকেটারদের মধ্যে দারুণ বন্ধুত্ব। ১৯৮৭ সালে ভারত সফরের কথা মনে পড়ে যাচ্ছে। আজহার–বেঙ্গসরকার–জাভেদ এবং আমি একসঙ্গে ডিনার করতে গিয়েছিলাম। খুব সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা। এমনকি আমি তো হোলিতেও অংশ নিয়েছি।’

গাভাস্কার আবার আকরামকে প্রশংসায় ভাসাচ্ছেন, ‘আকরামের বিরুদ্ধে খেলা বেশ কঠিন ছিল। আমি তো একবার ইমরানকে বলেও ফেলেছিলাম আকরাম কিন্তু বেশ জোরে বল করে।’  পাক-ভারত ম্যাচের আগে উত্তপ্ত বাক্যবিনিময় হতো দু’দেশের সাবেকদের থেকে। এখন সেটি অনেকটাই কমে গেছে। তাই একটু হলেও কমেছে পাক-ভারত ম্যাচের উত্তেজনা!

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!