• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাক-ভারত ম্যাচে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনে ১ কোটি রুপি!


নিজস্ব প্রতিবেদক জুন ১৭, ২০১৭, ০৮:০৪ পিএম
পাক-ভারত ম্যাচে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনে ১ কোটি রুপি!

ঢাকা: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা, রোমাঞ্চ, আর বারুদে উত্তাপে ঠাঁসা। প্রতিটি মুহূর্ত যেন শ্বাসরুদ্ধকর। দুই দেশের বৈরি রাজনৈতিক সম্পর্কটাও যেন উঠে আসে ২২ গজের কমব্যাট জোনে। সমকালীন রাজনৈতিক প্রতিবন্ধকতায় সাধারণত এ দু’ দেশের নান্দনিক ক্রিকেট দেখার সুযোগ হয় না ক্রিকেট প্রিয় মানুষের। তবে চ্যাম্পিয়ন্স  ট্রফির ফাইনাল আবারও দর্শকদের উপলক্ষ এনে দিয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে লাভবান হচ্ছে টুর্নামেন্টর সম্প্রচার সত্ব পাওয়া স্টার স্পোর্টস।

দর্শকদের চাহিদা বিবেচনায় অন্যান্য সময়ের তুলনায় বিজ্ঞাপনের দর ১০ গুণ বেশি বাড়িয়েছে স্টার স্পোর্টস। মাত্র ৩০ সেকেন্ডের এক বিজ্ঞাপনের সময়ের দাম ১ কোটি রুপি! বিজ্ঞাপন কেনাবেচায় জড়িত সংস্থাগুলো জানিয়েছে, ফাইনালের টিভি স্লটের ৯০ শতাংশ বিক্রি হয়ে গেছে ওই চড়া দামেই। এমনিতে আগে থেকেই নিশান মোটর, ইন্টেল কর্প, এমিরেটস এয়ারলাইনস, অপো মোবাইল ফোন, এমএআরএফ টায়ারের মতো বড় প্রতিষ্ঠানগুলো প্রি-বুকিং দিয়ে রেখেছিল বিজ্ঞাপনের।

ভারতের অন্যান্য টিভি অনুষ্ঠানের জন্য সাধারণত গড়ে ১০ লাখ রুপি করে বিজ্ঞাপনের স্লট বিক্রি হয়। কিন্তু ভারত-পাকিস্তান ফাইনালে সেটি বেড়েছে কয়েক গুন। এমনিতে এই দুই দলের লড়াই সে বছরের সব খেলা মিলেই টিভি দর্শকসংখ্যায় সাধারণত সেরা পাঁচ-ছয়ে থাকে। তবে ফাইনাল ম্যাচ হওয়ায় সেটির আগ্রহ বেড়ে যাচ্ছে।

ভারত, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেরও বিপুলসংখ্যক মানুষের মধ্যে এই ফাইনাল নিয়ে আগ্রহ আছে। এমনিতে তিন দেশের মোট জনগোষ্ঠী পুরো পৃথিবীর জনসংখ্যার প্রায় ২২ শতাংশ। এ ছাড়া বাকি ক্রিকেট বিশ্বেও এ ম্যাচ নিয়ে কৌতূহল আছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!