• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তান ৯ জুলাই বাংলাদেশে আসছে!


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৭, ০৭:০৪ পিএম
পাকিস্তান ৯ জুলাই বাংলাদেশে আসছে!

ঢাকা: এ বছর ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর জুনে ইংল্যান্ডে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ঘরে ফিরে মাশরাফি বিন মুর্তজাদের লড়তে হবে পাকিস্তানের বিরুদ্ধে। জুলাইয়ে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার বকেয়া দুটি টেস্ট খেলতে।

পাকিস্তান টুডের খবরে বলা হয়েছে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। ৯ জুলাই ঢাকায় পৌঁছবে পাকিস্তান ক্রিকেট দল। এই মুহূর্তে দলটি ওয়েস্ট ইন্ডিজ সফর করছে।

বাংলাদেশ-পাকিস্তান তিন  ওয়ানডে, দুই টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ কোন কোন ভেন্যুতে হবে এ ব্যাপারটি এখনও চূড়ান্ত হয়নি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। সেখানে কোনও ম্যাচ আয়োজন সম্ভব নয়। ভেুন্য হিসেবে বেছে নেওয়া হতে পারে ফতুল্লা, সিলেট ও চট্টগ্রামকে।

জুলাইয়ের ১৪, ১৬ এবং ১৯ তারিখের হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। সেক্ষেত্রে প্রথম ম্যাচটি হতে পারে ফতুল্লায়। সিরিজের শেষ ম্যাচটি হতে পারে সিলেট অথবা চট্টগ্রামে। ওয়ানডের পর সিলেট বা চট্টগ্রামে একটি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি ম্যাচও আয়োজন করতে পারে বিসিবি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!