• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে গম্ভীরের ‘না’


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৮, ২০১৬, ০৯:০৪ পিএম
পাকিস্তানকে গম্ভীরের ‘না’

সীমান্তে পাকিস্তান-ভারত যুদ্ধ। বেশ কয়েকবার পাকিস্তানিরা আক্রমণ করেছে ভারত সীমান্তে। সেই যুদ্ধের দামামা আছড়ে পড়েছে ক্রিকেটেও। এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে চান না সদ্য ভারতীয় দলে প্রত্যাবর্তন করা গৌতম গম্ভীর। তার দাবী, এটা দুই দেশের মধ্যে সিরিজ আয়োজনের সঠিক সময় নয়।

দুই বছর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ফিরেছেন গম্ভীর। কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলতে তার আপত্তি রয়েছে। গম্ভীর বলেন, ‘পাকিস্তানের সাথে ক্রিকেট খেলার কথা ভাবতেই চাই না। দেশ খেলার থেকে অনেক আগে।’

গম্ভীরের আগে ভারতের হকি দলের অধিনায়ক পি আর শ্রীজেশ বলেছিলেন তিনি উরি আক্রমণের বদলা নিতে চান হকি মাঠে, ‘হকির মাঠে পাকিস্তানকে হারাতে চাই। সেই সব সৈনিকের প্রতি শ্রদ্ধা জানাতে যারা দেশের জন্য জীবন দিয়েছেন।’

গম্ভীরও ভারতের হকি অধিনায়কের সঙ্গে সুর মেলালেন। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে আইসিসিকে অনুরোধ করা হয়েছিল যেন আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানকে এক গ্রুপে না রাখা হয়। ২০১৩ সাল থেকে ভারত-পাকিস্তানের মধ্যে কোন দ্বি-পাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!