• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন হাফিজ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৮, ২০১৭, ০১:৪৪ পিএম
পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন হাফিজ

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ২৬ অক্টোবর হবে সিরিজের প্রথম ম্যাচ। বিশ্ব একাদশের বিপক্ষে এর আগের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না হাফিজ। লঙ্কানদের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজেও খেলছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এবার জায়গা পেলেন টি-টোয়েন্টি দলেও।

চোট কাটিয়ে ফিরেছেন পেসার মোহাম্মদ আমিরও। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে চোটে পড়েন তিনি। চিকিৎসকরা আমিরকে দুই-তিন সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে ফিটনেসের ওপর নির্ভর করছে পাকিস্তানী পেসারের খেলা না খেলা।

বিশ্ব একাদশের বিপক্ষে খেলা উমর আমিন, ফাহিম আশরাফ এবং আমের ইয়ামিন জায়গা ধরে রেখেছেন। বাদ পড়েছেন একমাত্র সোহেল খান। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে আবুধাবিতে। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২৯ অক্টোবর, লাহোরে।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমের ইয়ামিন, মোহাম্মদ আমির, রুম্মন রইস, উসমান খান, উমর আমিন।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!