• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পানির নিচে কবরস্থান, ভেলায় ভাসছে অন্তঃসত্ত্বার লাশ!


জামালপুর প্রতিনিধি আগস্ট ১৮, ২০১৭, ০৩:৫৫ পিএম
পানির নিচে কবরস্থান, ভেলায় ভাসছে অন্তঃসত্ত্বার লাশ!

জামালপুর: জেলার ইসলামপুর উপজেলায় বন্যায় অন্তঃসত্ত্বাসহ দু’জনের মৃত্যু হয়েছে। গোরস্থান ডুবে যাওয়ায় তাদের মরদেহ কলার ভেলায় ভাসিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে উপজেলার চিনাডুলি ইউনিয়নের পশ্চিম ভাবনা গ্রামের রবিজল শেখের অন্তঃসত্ত্বা স্ত্রী জিনাতন বেগম (২২) মারা যান। নিহতের পরিবারের দাবি, চিকিৎসার অভাবে জিনাতন মারা গেছেন।

চিনাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, জিনাতনের জ্বর ছিল। হঠাৎ পেটে ব্যথা ওঠে। পানি ও যোগাযোগ ব্যবস্থা না থাকায় তাকে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জিনাতন।

তিনি আরো জানান, বন্যায় গোরস্থান ডুবে যাওয়ায় জিনাতনকে কবর দেয়া সম্ভব হয়নি। মরদেহ কলার ভেলায় ভাসিয়ে দেয়া হয়েছে।

এদিকে একই উপজেলার মোশারফগঞ্জে সন্ধ্যায় বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন খোরশেদ আলমের ছেলে আব্দুস ছালাম (৪৫)। পরে স্থানীয় লোকজন ছালামের লাশ উদ্ধার করে। মোশারফগঞ্জ গোরস্থানও পানিতে ডুবে যাওয়ায় ছালামের মরদেহ ভাসিয়ে দেয়া হয়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আহসানুল হক দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!