• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুত্র আব্রামকে ক্রিকেটার বানাতে চান শাখরুখ!


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৯, ২০১৮, ০৭:৪০ পিএম
পুত্র আব্রামকে ক্রিকেটার বানাতে চান শাখরুখ!

ফাইল ছবি

ঢাকা: বলিউডের অন্যতম সফল অভিনেতা শাহরুখ খান। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। চলচ্চিত্রের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সফল কিং খান। বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। দলের খেলা থাকলে শ্যুাটিং ফেলেই পুত্র-কন্যাসহ মাঠে হাজির হন বলিউড বাদশা।

ক্রমেই বাইশগজের প্রতি দুর্বল হয়ে পড়ছেন অভিনেতা শাহরুখ খান। এবার বলে দিলেন মনের সুপ্ত বাসনার কথা। আদরের ছোট ছেলে আব্রাম খানকে খেলোয়াড় বানাতে চান বলিউড কিং। আইপিএলের চলতি আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে কেকেআরের প্রথম ম্যাচ দেখতে রোববার মেয়ে সুহানা ও ছেলে আব্রামকে ইডেন গার্ডেনে হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানেই ছেলে আব্রামকে নিয়ে তাঁর স্বপ্নের কথা জানালেন শাখরুখ।  

অভিনেতা নয়, ছোট ছেলে আব্রামকে খেলোয়াড় বানাতে চান শাখরুখ। চাক দে ইন্ডিয়া সিনেমায় ভারতীয় মহিলা হকি দলের কোচ কবীরের চরিত্রে দেখা গিয়েছে কিং খানকে, এবার ছেলে আব্রামকে হকি খেলোয়াড় হিসেবে দেখতে চান তিনি। সেটা অবশ্যই পর্দায় নয় বাস্তবে।  

ইডেনের ম্যাচ শেষে পাঁচ বছরের ছোট ছেলেকে নিয়ে মন্তব্য করতে গিয়ে শাহরুখ আরও জানিয়েছেন দেশের হয়ে আব্রাম হকি খেলবে এমনটাই চাই। তবে ছেলের কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিছুই নেননি বলেছেন বাদশা। সেই সিদ্ধান্তটা ছেলে একটু বড় হলে তাঁর উপরই ছেড়ে দেবেন বলে জানিয়েছেন কেকেআর মালিক।  

তবে কি এখন থেকে হকি স্টিক হাতে মাঠে নামতে শুরু করে দিয়েছে আব্রাম। বাবা শাখরুখ অবশ্য মজা করে জানাচ্ছেন, ‘এখন সবে অল্পবিস্তর ফুটবল খেলা শুরু করেছে আব্রাম, ক্রিকেট নিয়ে এখনও বিশেষ আগ্রহ ওর মধ্যে লক্ষ্য করিনি।’ তাহলে কী ছেলেকে ক্রিকেটার বানাতে চান শাহরুখ?

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!