• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেনাল্টি আমিও মিস করেছি, মেসির পাশে ম্যারাডোনা


ক্রীড়া ডেস্ক জুন ১৮, ২০১৮, ১০:৪৩ পিএম
পেনাল্টি আমিও মিস করেছি, মেসির পাশে ম্যারাডোনা

ফাইল ছবি

ঢাকা: আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করায় বিশ্বজুড়ে লিওনেল মেসির সমালোচনা হচ্ছে। নবাগত দেশের কাছে ১-১ গোলে ড্র করায় আর্জেন্টাইনভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এমন সময়ে উত্তরসূরির পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

তিনি বিশ্বকাপ অভিযানের শুরুতেই হোঁচট খাওয়ার জন্য মেসিকে নয়, কোচ হোর্হ সাম্পাওলিকে দায়ী করছেন। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনার কথায়, ‘আমিই তো টানা পাঁচটা পেনাল্টিতে গোল করতে পারিনি। তারপরও তো সেই দিয়েগো আর্মান্দো ম্যারাডোনাই থেকে গিয়েছি। আমরা যে ম্যাচ ড্র করে দুই পয়েন্ট নষ্ট করেছি, তার জন্য মেসি দায়ী নয়। ও তো সর্বস্ব উজাড় করে দিয়েছে। নিজের দায়িত্ব পালন করেছে। মাঠে ওকে দেখে মনে হচ্ছিল রেগে গেছে। একদম যেভাবে আমি রেগে যেতাম। আর্জেন্টিনা মানেই যেন ও। সব সময় গায়ে সেঁটে যাওয়া দু’জনকে নিয়ে খেলতে হচ্ছে। আর তাদের যখন বোকা বানাচ্ছে, তখন সামনে কাউকে পাচ্ছে না পাস দেওয়ার মতো।’

মেসিতে আস্থা রেখে ম্যারাডোনা এরপর একহাত নিয়েছেন কোচকে। সাম্পাওলির খেলানোর ধরন একেবারেই পছন্দ হচ্ছে না তাঁর। ম্যারাডোনা সাফ বলেছেন, ‘যদি এভাবেই দল চালায়, তবে সাম্পাওলি আর দেশে ফিরতে পারবে না। খারাপ লাগছে প্রথম ম্যাচে একটা মুভও আগে থাকতে তৈরি বলে মনে হলো না। আইসল্যান্ডের সব ফুটবলাররা ছয় ফুট তিন ইঞ্চির। তারপরও আমরা কর্নার থেকে হেড করার দিকে নজর দিলাম। একটাও শর্ট কর্নার নেওয়া হয়নি। আর্জেন্টিনার গেমপ্ল্যান একেবারেই ভালো ছিল না। আমি অবশ্য দোষারোপ করছি না ফুটবলারদের। প্রস্তুতির অভাবকে বরং দায়ী করছি। কারণ, প্রস্তুতির কোনও ছাপ আমি অন্তত দেখতে পাইনি।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!