• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর অপেক্ষায় রাজশাহী


রাজশাহী ব্যুরো ফেব্রুয়ারি ২২, ২০১৮, ০৯:২২ এএম
প্রধানমন্ত্রীর অপেক্ষায় রাজশাহী

রাজশাহী: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে অপেক্ষায় রয়েছে রাজশাহী।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী পৌঁছার কথা আছে তার। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা কাজ করছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে। তাদের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জেলা।

সেই সাথে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে তিনি কয়েকটি কলেজের ভবন, থানা ভবন, নদীতে ড্যাম, ফায়ার সার্ভিস স্টেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়, ফ্লাইওভার, নভোথিয়েটার ও ভূমি অফিসসহ বেশ কয়েকটি প্রকল্পের নতুন ভবন উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, রাজশাহীতে তিনি জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার পাশাপাশি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা সাড়ে ১১টায় কাদিরাবাদ সেনানিবাসে বাহিনীর ইঞ্জিনিয়ার কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

প্রেস উইংয়ের দেয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বিকেল পৌনে ৩টায় রাজশাহীর বোয়ালিয়ায় ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ (আইসিটি) সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ৪তলা একাডেমিক ভবন নির্মাণের উদ্বোধন করবেন। বোয়ালিয়া শহিদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রি কলেজের ৫ তলা একাডেমিক ভবন নির্মাণের উদ্বোধন করবেন। এ ছাড়াও পবায় দামকুড়া হাট কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণের উদ্বোধন করবেন। 

নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

উদ্বোধন করবেন বাঘার আড়ানী ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণের কাজ, তানোর আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণের কাজ, বাগমারা কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণকাজ, পুঠিয়ার বিড়ালদহ কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণকাজ, রাজশাহীতে পুলিশের চন্দ্রিমা থানা, কাশিয়াডাঙ্গা থানা, কাটাখালী থানা, এয়ারপোর্ট থানা, পবা থানা, কর্ণহার থানা, দামকুড়া থানা, বেলপুকুর থানা, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় বারনই নদীতে রাবার ড্যাম নির্মাণ, রাজশাহী (নর্থ) ১টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, রাজশাহী নওহাটা ফায়ার স্টেশন নির্মাণ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট, রাজশাহীর নির্মাণ, গোদাগাড়ী উপজেলাধীন উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ, রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের নির্মাণকাজ।

এ ছাড়াও প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ‘রাজস্ব খাতের আওতায় সরকারি প্রতিষ্ঠানসমূহে মেরামত ও সংস্কার কাজ’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহী সরকারি মহিলা কলেজের ৬ তলা ভিতবিশিষ্ট ছাত্রীনিবাস নির্মাণ, ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, রাজশাহী জোন’ শীর্ষক প্রকল্পের আওতায় কাশিয়াডাঙ্গা উপকেন্দ্র নির্মাণকাজ, মেহেরচণ্ডী উপকেন্দ্র নির্মাণকাজ, রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে ‘মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩২৪.৫০ মিটার ফ্লাইওভার নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী জেলার চারঘাট উপজেলাধীন কৃষ্ণপুর থেকে জাহাঙ্গীরাবাদ সড়কে ২৩০ মিটার চেইনেজে বড়াল নদীর উপর ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন বড়গাছি ও রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস এবং চারঘাট উপজেলাধীন চারঘাট ও নন্দনগাছি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ, রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলাধীন মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ, বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজন।

প্রধানমন্ত্রী সরকারি হাই মাদ্রাসা মাঠে বিকেল ৩টার জনসভায় যোগ দেবেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!