• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রোটিয়াদের জয়ে অজিদের টানা হারের লজ্জা


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৩, ২০১৬, ১২:২৮ পিএম
প্রোটিয়াদের জয়ে অজিদের টানা হারের লজ্জা

ফাফ ডু প্লেসিসের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারালো দক্ষিণ আফ্রিকা। ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের টানা দুই ম্যাচেই হারের বৃত্তে রইল অজিরা। প্রোটিয়াদের দেওয়া ৩৬২ রানের টার্গেটে ৩৭.৪ ওভারে ২১৯ রানে সবকটি উইকেট হারায় স্টিভেন স্মিথের দল।

জোহার্নেসবার্গে স্বাগতিক বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অজিরা। ওপেনার ডেভিড ওয়ার্নার ৫০ রান করে আউট হন। মাঝে টারভিস হেড ৫১ করলেও অন্যকেউ বড় স্কোর না করতে পারায় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ওয়েন পারনেল। আর দুটি করে উইকেট তুলে নন কেগিয়াসো রাবাদা ও অ্যান্ডিল পেহলুকওয়াও।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ডু প্লেসিসের ষষ্ঠ সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ৩৬১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ডানহাতি এ ব্যাটসম্যান ৯৩ বলে ১৩ চারে ১১১ রান করে আউট হন। এছাড়া ৮২ রান করেন জেপি ডুমিনি। ৭৫ রান করেন ওপেনার রিলে রুশো। অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান জন হ্যাস্টিং।

আগামী ৫ অক্টোবর ডারবানে দু’দলের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৬১/৬ (ডি কক ২২, রুশো ৭৫, দু প্লেসি ১১১, দুমিনি ৮২, মিলার ২৬, বেহারডিন ১৩, পার্নেল ৮*, ফেহলুকওয়াহো ১৩*; হেস্টিংস ৩/৫৭, মার্শ ২/৬৮, ট্রেম্যাইন ১/৭৮)

অস্ট্রেলিয়া: ৩৭.৪ ওভারে ২১৯ (ফিঞ্চ ১, ওয়ার্নার ৫০, স্মিথ ১৪, বেইলি ৯, মার্শ ১৯, হেড ৫১, ওয়েড ৩৩, হেস্টিংস ২৩, মেনি ১, জ্যামপা ৮, ট্রেম্যাইন ০* ; পার্নেল ৩/৪০, রাবাদা ২/৩১, ফেহলুকওয়াহো ২/৫৯, দুমিনি ১/১৭, তাহির ১/৩১, স্টেইন ১/৩৭)

ফল: দক্ষিণ আফ্রিকা ১৪২ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ফাফ দু প্লেসি

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!