• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিটনেসের আরও উন্নতি চান তামিম


ক্রীড়া প্রতিবেদক মে ২৬, ২০১৮, ০৮:৩২ পিএম
ফিটনেসের আরও উন্নতি চান তামিম

ফাইল ছবি

ঢাকা: বেশ কিছু দিন হলো হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে তিনি। তামিম ইকবাল তাই খেলতে পারেননি বিসিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এ সময়টা শুয়ে বসে কাটাননি তিনি। পুনর্বাসন  প্রক্রিয়া শেষ করেছেন দারুনভাবে। করেছেন ফিটনেসের অভাবনীয় উন্নতি। নিয়মিত তামিম ঘাম ঝরিয়েছে মিরপুরের হোম অব ক্রিকেটে।

ক্যারিয়ারে এখনই কি সবচেয়ে ভালো ফিটনেস রয়েছে তামিমের? শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, এখনই তিনি থামতে চান না। তামিম বললেন,‘ওই অবস্থাই বলতে পারেন…(ক্যারিয়ারের সেরা ফিটনেস)। আগের চেয়ে ফিটনেসে অনেক ভালো অবস্থায় আছি। সব ঠিক। তবে এটিই মানদণ্ড নয়। এখান থেকে আরও ভালো হতে পারি। কারণ আমাদের দলেই এমন অনেকে আছে, যাদের পর্যায়ে যেতে হলে আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ, বলতে পারেন যে গত ৬ মাসের কথা বললে, এখন অনেক ভালো অবস্থায় আছি।’

একটা সময় তামিমের ফিটনেস নিয়ে অভিযোগ ছিল। কিন্তু এখন তিনি নিজের ফিটনেসকে নিয়ে যেতে চাচ্ছেন অন্য স্তরে। এদিন ফিটনেস যাচাইয়ের একটা ভালো সুযোগ ছিল অনুশীলনে, ম্যাচের মতো করে অনুশীলন করেছে দল। সেই অনুশীলনে নামতে তর সইছিল না তামিমের,‘অবশ্যই খুব রোমাঞ্চিত, কারণ প্রায় দুই মাস আমি পুনর্বাসনে ছিলাম।

আজকেই প্রস্তুতি ম্যাচের মতো থেলব। যে ইনজুরিটি ছিল, আশা করি ভালো ভাবেই কাটিয়ে উঠতে পেরেছি।’ এরপর যোগ করেছেন,‘ আমাদের হাতে যতটুকু ছিল, তার চেয়ে বেশিই করেছি আমরা। ফিজিও বলেন বা ট্রেনার, তাদের নিয়ে আমার যতটুকু স্ট্রেংথ দরকার ছিল, তার চেয়ে বেশিই করেছি। ফিটনেসের দিক থেকেও আগের চেয়ে ভালো অবস্থায় আছি।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!