• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বদলে গেল ব্রাজিলের অধিনায়ক


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০১৮, ০১:০৩ পিএম
বদলে গেল ব্রাজিলের অধিনায়ক

ঢাকা: ব্রাজিল কোচে তিতের এই কৌশল আগে থেকেই ছিল। প্রস্তুতি ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক ছিলেন মার্সেলো। এবার নেতৃত্বের আর্মব্যান্ড দেওয়া হলো থিয়েগো সিলভার কাঁধে। এই সিলভা গত বিশ্বকাপেও ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন।

শুক্রবার কোস্টারিকার বিপক্ষে সিলভার নেতৃত্বেই খেলবে নেইমাররা। গত বছরের জুন মাসে শেষ বারের মতো ব্রাজিল দলকে নেতৃত্ব দিয়েছিলেন সিলভা। সেই ম্যাচে অবশ্য আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিল।

অন্য কোনও কারণে অবশ্য মার্সেলোর হাত থেকে নেতৃত্বের আর্মব্যান্ড নিয়ে নেওয়া হয়নি। ব্রাজিল আগেই স্থির করে রেখেছিল, নেতৃত্বে রোটেশন পদ্ধতি চালু করবে তারা। সেই কারণেই কোস্টারিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে সিলভার হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে।

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। প্রথমার্ধে ফিলিপে কুতিনহোর গোলে এগিয়ে গিয়েছিল সেলেকাওরা। গোল অবশ্য ধরে রাখতে পারেনি ব্রাজিল। নতুন অধিনায়ক কি শুক্রবারই বদলে দিতে পারেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভাগ্য?  উত্তর জানতে আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!