• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে বৃষ্টি শঙ্কা


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০১৬, ১০:৪২ এএম
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে বৃষ্টি শঙ্কা

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ভাগ বসাতে পারে বেরসিক বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ রোববার বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ক্রিকেট সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাজ পড়াটা স্বাভাবিক।

এদিকে গতকাল শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতির লক্ষ্যে বেলা ১১:২০টায় মিরপুরের হোম অব ক্রিকেটে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। তার খানিক বাদেই বৃষ্টির চোখ রাঙানিটা নীরব দর্শক হয়েই দেখতে হল মাশরাফিদের। থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

অ্যাকু ওয়েদার জানিয়েছে, রবিবারও দিনের বেশির ভাগ সময়টা মেঘলা থাকবে। ঝড়ো-বৃষ্টির আশঙ্কা বেশ প্রকট। পাশাপাশি বিবিসির আবহাওয়া প্রতিবেদন বলছে, কাল সকাল ৯টা, দুপুর ৩টা এবং সন্ধ্যা ৬টায় বৃষ্টি হতে পারে।

তবে আশার কথা, প্রতিটি ম্যাচের জন্য রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে। তারপরও খেলার মাঝে বৃষ্টি বাগড়া দিলে ফলাফলে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রিকেটের রথী-মহারথীরা।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!