• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-দ.আফ্রিকা সিরিজের স্পন্সর ওয়ালটন


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১১, ২০১৭, ০৭:১৫ পিএম
বাংলাদেশ-দ.আফ্রিকা সিরিজের স্পন্সর ওয়ালটন

ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার থেকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দলের মধ্যেকার ওয়ানডে সিরিজ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। বুধবার (১১ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও উইমেন্স কমিটির চেয়ারম্যান এম এ আওয়াল চৌধুরী ভুলু, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম।  

টাইটেল স্পন্সর হওয়ার জন্য ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে এম এ আওয়াল চৌধুরী ভুলু বলেন, ‘নারী দলের পৃষ্ঠপোষকতায় আবারও এগিয়ে এলো ওয়ালটন। ছেলেদের ক্রিকেটে অনেক বড় বড় কোম্পানি আসলেও নারী ক্রিকেটে আমরা সে ধরনের সাড়া পাই না। এক্ষেত্রে ওয়ালটন ব্যতিক্রম। বিসিবির পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান বলেছেন, ‘আমরা এ নিয়ে দ্বিতীয়বারের মত মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে পৃষ্ঠপোষকতা করছি। আমাদের সুযোগ দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ। সীমিত সাধ্যের মধ্যে যেকোনও খেলার সঙ্গেই আমাদের প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকতে সর্বাত্মক চেষ্টা করে। কারণ খেলা হচ্ছে পুরো জাতিকে একত্র করার মাধ্যম।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!