• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের কন্ডিশন মাথায় রেখে অস্ট্রেলিয়ার প্রস্তুতি


ক্রীড়া ডেস্ক জুন ২৪, ২০১৭, ০৪:৫৬ পিএম
বাংলাদেশের কন্ডিশন মাথায় রেখে অস্ট্রেলিয়ার প্রস্তুতি

ঢাকা: সবকিছু ঠিক থাকলে আগষ্টের ১৮ তারিখ বাংলাদেশের মাটিতে পা রাখার কথা অস্ট্রেলিয়া দলের। এরই মধ্যে তাঁদের বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। এটা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তারপরও অস্ট্রেলিয়া প্রস্তুতি কোনো ঘাটতি রাখছে না। বাংলাদেশের কন্ডিশনের কথা মাথায় রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) স্টিভ স্মিথদের সেভাবেই প্রস্তুতির ব্যবস্থা করেছে।

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি (এনটি) ডারউইনে ১০ আগস্ট থেকে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশ সফরের আগে নিজেদের ঝালিয়ে নিতে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সাত দিনের একটা প্রস্তুতি ক্যাম্প আয়োজন করেছে সিএ। প্রস্তুতির অংশ হিসেবে ১৪ আগস্ট থেকে নিজেদের মধ্যে তিন দিনের একটা ম্যাচ খেলবেন স্মিথ-ওয়ার্নাররা।

গত ফেব্রুয়ারিতে ভারত সফরের আগে দুবাইয়ে এমন অনুশীলন ক্যাম্প করেছিল অস্ট্রেলিয়া।

অনুশীলনের জন্য ডারউইনকে বেছে নেওয়ার ব্যাখ্যায় অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেছেন, ‘বাংলাদেশের মতো কন্ডিশন পেতে এনটি ক্রিকেটের সঙ্গে কাজ করা। বছরের শুরুতে ভারত সফরের আগে দুবাইয়ে আমরা এটা করেছিলাম। ডারউইন থেকে সরাসরি বাংলাদেশে রওনা দেওয়ার আগে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে পারবে দল।’

ডারউইনে এখন শুষ্ক মৌসুম। একই আবহাওয়া থাকবে আগস্টেও। সেখানে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এনটি ক্রিকেটের প্রধান নির্বাহী সিইও ট্রয় ওয়াটসন তাই বলছেন, ‘বাংলাদেশে যে কন্ডিশনে তারা খেলবে, অনেকটা সে রকম পরিবেশে প্রস্তুতির আয়োজন করছি। এতে খেলোয়াড়েরা দারুণ উপকৃত হবে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেএ

Wordbridge School
Link copied!