• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের-দক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সূচি


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০১৭, ০২:৫৭ পিএম
বাংলাদেশের-দক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সূচি

ঢাকা: সর্বশেষ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের সুখ স্মৃতি নিয়ে দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ২১ সেপ্টেম্বর বোনোনিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে টাইগাররা। সেই লক্ষ্যে আগামী ১৭ সেপ্টেম্বর দেশ ছাড়বে মুশফিকুর রহীমের দল।

এবারের পুর্ণাঙ্গ সফরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এছাড়া দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি তিন দিনের ও ওয়ানডের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক-মাশরাফিরা।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচি:

তারিখ                                     ম্যাচ                    ভেন্যু                        বাংলাদেশ সময়

২১-২৩ সেপ্টেম্বর                     প্রস্তুতি ম্যাচ             বেনোনি                     দুপুর দুইটা

২৮ সেপ্টেম্বর-২ অক্টোবর          প্রথম টেস্ট             পোচেফস্ট্রুম                 দুপুর দুইটা

৬-১০ অক্টোবর                       দ্বিতীয় টেস্ট            ব্লোয়েমফন্টেইন            দুপুর দুইটা

১২ অক্টোবর                          প্রস্তুতি ম্যাচ             ব্লোয়েমফন্টেইন             দুপুর দুইটা

১৫ অক্টোবর                          প্রথম ওয়ানডে           কিম্বার্লি                     দুপুর দুইটা

১৮ অক্টোবর                         দ্বিতীয় ওয়ানডে          পার্ল                          দুপুর দুইটা

২২ অক্টোবর                        তৃতীয় ওয়ানডে           ইস্ট লন্ডন                  দুপুর দুইটা

২৬ অক্টোবর                       প্রথম টি-টোয়েন্টি          ব্লোয়েমফন্টেইন           রাত দশটা

২৯ অক্টোবর                       দ্বিতীয় টি-টোয়েন্টি         পোচেফস্ট্রুম               সন্ধ্যা সাড়ে ছয়টা

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!