• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতা এম শামসুল ইসলাম আর নেই


মুন্সীগঞ্জ প্রতিনিধি এপ্রিল ২৬, ২০১৮, ১০:০৬ পিএম
বিএনপি নেতা এম শামসুল ইসলাম আর নেই

ফাইল ফটো

মুন্সীগঞ্জ: সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা এম শামসুল ইসলাম (৮৭) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান । শাসমুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

শামসুল ইসলাম দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষে তিনি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। অসুস্থতার কারণে সর্বশেষ কাউন্সিলের পর কমিটি থেকে বাদ পড়েন তিনি।

শামসুল ইসলাম বিভিন্ন সময়ে তথ্য, খাদ্য, ভূমি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন তিনি ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।  শুক্রবার (২৭ এপ্রিল) বাদ জুমা জনাজা শেষে তাকে পারিবারিক কবস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে জেলা বি,এন,পি সভাপতি সাবেক মন্ত্রী আ. হাই, জেলা আইনজীবি সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ঢালী, জেলা আইনজীবি ফোরামের সেক্রেটারী তোতা মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ, সভ্যতার আলো সম্পাদক ও সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জল, কাজী সাব্বির আহম্মেদ দিপু,-সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর গভীর শোক ও সমবেদনা এবং তার বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করেছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!