• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএলে ব্যাটিংয়ে ভালোই এনজয় করছেন নাসির


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৩০, ২০১৬, ১০:৫৯ এএম
বিপিএলে ব্যাটিংয়ে ভালোই এনজয় করছেন নাসির

বেশ কিছুদিন ধরেই দেশের ক্রিকেটের অন্যতম আলোচিত নাম নাসির হোসেন। আলোচনা জাতীয় দলে তাকে উপেক্ষা করা নিয়ে। অনেকেরই আশা, এই অলরাউন্ডার আবার ফিরবেন উপেক্ষার যথাযথ জবাব দিয়েই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে সেটা দেয়া শুরুও করেছেন তিনি। প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও তারকাসমৃদ্ধ ঢাকা ডায়নামাইটসের জার্সিতে সর্বশেষ দুই ম্যাচে খেলেছেন ৩৮ আর ৪৩ রানের দারুণ দুটি ইনিংস। তবে এতেই জবাব দেয়া হয়ে গেছে বলে মনে করছেন না নাসির। আর নতুন করে নিজেকে প্রমাণেরও কিছু দেখছেন না এই অলরাউন্ডার।

সাধারণত তিনি ব্যাটিং করেন লোয়ার অর্ডারে। কিন্তু চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের হয়ে টপ অর্ডারে ব্যাটিংয়ে দেখা যাচ্ছে নাসির হোসেনকে। এই পজিশনে ব্যাটিংয়ে বেশ সফলও এই ডানহাতি। কারণটা ব্যাটিং উপভোগ করা, গতকাল (২৯ নভেম্বর) মঙ্গলবার এমনই জানালেন নাসির।

মিরপুর একাডেমী মাঠে অনুশীলন শেষে নাসির বলেন, ‘কোন পজিশনে ব্যাট করবো এটা আসলে ম্যাচের ওপর নির্ভর করে। টেস্টে একরকম, ওয়ানডেতে একরকম, টি-টুয়েন্টিতে একরকম। বিপিএলে আমার জন্য ভালো লাগছে তিন-চারে ব্যাটিং করতে। টপঅর্ডারে ব্যাটিং খুব উপভোগ করছ।' এখনও অনেক খেলা বাকি আছে। চেষ্টা করবো যেভাবে যাচ্ছে আল্লাহর রহমতে বাকিটা যেন সেভাবেই যায়।’

শহীদের ইনজুরি নিয়ে দল চিন্তিত বলে জানালেন নাসির। বলেন, ‘শহীদ আমাদের ঘরের খেলোয়াড়, ভালো ফর্মে ছিল। ইনজুরির কারণে ও খেলতে পারছে না। এ দিক দিয়ে রাসেল আসছে। আমার মনে হয় না ঘাটতিটা পুরোপুরি পূরণ হবে।’

 এমনিতেই দারুণ করছে ঢাকা। তারপরেও দলের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন বিদেশি খেলোয়াড়। একাদশ সাঁজানো নিয়ে মধুর সমস্যায় পড়তে হবে কিনা এমন প্রশ্নে নাসির বলেন, ‘একাদশ নিয়ে আমার চিন্তা করার কিছু নেই। আমার কাজ খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখা। টিম ম্যানেজমেন্ট যাকে ভালো মনে করবে, তাকেই খেলাবে।’

৯ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা। তাদের লক্ষ্য সবার উপরে থেকেই প্রথম পর্ব শেষ করা। নাসির বলেন, ‘আমরা এক নম্বরে আছি। আমাদের হাতে এখনও তিনটি ম্যাচ আছে। তিন ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি তিনটি জিতে এক কিংবা দুই নম্বরে থাকতে পারব।’

উল্লেখ্য, বুধবার দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই
 

Wordbridge School
Link copied!