• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএলের সেরা একাদশে নেই সাকিব


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১১, ২০১৬, ০২:০৪ পিএম
বিপিএলের সেরা একাদশে নেই সাকিব

জমজমাট বিপিএলের চতুর্থ আসর শেষ। এখন হিসাব-নিকেশের পালা। একদিন আগে রঙিন ক্রিকেটের জোয়ারে ভেসেছিলো মিরপুর স্টেডিয়াম। পরের দিন নিরবতা। কতোগুলো চিল হয়ে থাকলো মিরপুরের সঙ্গী। তবে বিপিএলের চতুর্থ আসর শেষ হলেও এর রেশ এখনো চলছে। ইতিমধ্যে বিপিএলের খেলোয়াড়দের নিয়ে তৈরী করা হয়েছে সেরা একাদশ। আর এই একাদশটি নির্বাচন করেছে ক্রিকইনফো। এতে দেশীয় ক্রিকেটার রয়েছেন সাতজন। বাকিরা ভিনদেশী। 

সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে ড্যারেন সামিকে। কিন্তু এই একাদশে নাম নেই দেশ সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান! যার নেতৃত্বে বিপিএল শিরোপা ঘরে তুলেছে ঢাকা ডায়নামাইটস। কিন্তু তিনিই কিনা নেই ক্রিকইনফোর তালিকায়। অথচ বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে তার সুখ্যাতি রয়েছে। একেক সময় একেক জায়গায় গিয়ে খেলছেন টি-টোয়েন্টির রঙিন ক্রিকেট। কিন্তু ঘরের মাঠের বিপিএলে তাকে দেখা যায়নি ব্যাটে-বলে রঙ ছড়াতে। 

আসলে ঢাকা চ্যাম্পিয়ন হলেও পুরো টুর্নামেন্টেই ব্যাট এবং বল হাতে তেমন কোনো উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি সাকিব আল হাসান। আর এ কারণে ক্রিকইনফোর বিবেচনায় আসতে পারেননি বিপিএলের প্রথম দুই আসরের টুর্নানেমেন্ট সেরা। তবে একাদশে আশ্চর্যজনকভাবে জায়গা পেয়েছেন বৈধ অ্যাকশনের সার্টিফিকেট নিয়ে বিপিএলে ফেরা আরাফাত সানি। জাতীয় বাইরে থাকা স্পিনার পেছনে ফেলেছেন সোহাগ গাজী, নাজমুল হাসান ও সানজামুল ইসলামকে। 

বিদেশি কোটায় মাহমুদউল্লাহর পরেই জায়গা পেয়েছেন মোহাম্মদ নবি। পুরো টুর্নামেন্টে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন এই অাফগান। নবির পরে ড্যারেন স্যামি। দলের অধিনায়কও করা হয়েছে তাকে। এরপরের জায়গাটি মুশফিকুর রহীমের জন্য। বরিশাল বুলসের অধিনায়ক তার দল নিয়ে বিদায় নিয়েছেন একেবারে তলানীতে থেকে। কিন্তু ব্যাট হাতে দুর্দান্ত পারফরমার ছিলেন তিনি। উইকেটকিপার হিসেবে তার বিকল্পও নেই। সুতরাং, একাদশে জায়গা পেলেন তিনিও।

এছাড়া আরও রয়েছেন ক্যারিবিয়ান অলারাউন্ডারর ডোয়াইন ব্রাভো। স্পিনার আরাফাত সানি, পেসার শফিউল ইসলাম এবং পাকিস্তানি পেসার জুনায়েদ খান।

ক্রিকইনফোর সেরা একাদশ: তামিম ইকবাল, মেহেদী মারূফ, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, ড্যারেন স্যামি (অধিনায়ক), মোহাম্মদ নবি, মুশফিকুর রহীম, ডোয়াইন ব্র্যাভো, আরাফাত সানি, শফিউল ইসলাম এবং জুনায়েদ খান।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!