• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিরাট এক বোঝা নেমে গেলো : সানি


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০১৬, ১২:০৬ পিএম
বিরাট এক বোঝা নেমে গেলো : সানি

আইসিসি’র কাছ থেকে ‘বোলিং অ্যাকশন বৈধ’-এমন ঘোষনা শোনার পর যেন আরাফাত সানির কাঁধের ওপর থেকে বিশাল একটি বোঝা নেমে গেলো। এই সংবাদের পর তিনি বলেন, ‘খুব টেনশনে ছিলাম। কী হয় না হয়- এ চিন্তায় ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছিল। অবশেষে সুসংবাদটা শোনার পর মনে হচ্ছে কাঁধের ওপর থেকে বিশাল একটি পাথর নেমে গেলো।’

অন্যদিকে তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, সু সংবাদটিই পেলাম। বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হওয়ার পর থেকেই যেন কাঁধের ওপর বিরাট এক বোঝা বসে ছিল। কী হবে না হবে তা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। অ্যাকশন পরীক্ষা দিয়ে আসার পর চিন্তা আরও বেড়ে যায়। আবার অিরতে পারবো কি পারবো না- তা নিয়ে। টেনশন কাজ করছিল, এবারের পরীক্ষায় হবে কি না- এটা নিয়েও। তবে এখন আমার বিশ্বাস, অ্যাকশন নিয়ে গত কিছুদিন ধরে যে কঠোর কঠোর পরিশ্রম করে গেছি, এখন তার ফল পেলাম।’  

বৈধতার সার্টিফিকেট তো পেয়ে গেলেন। এখন কী করবেন আরাফাত সানি? কারন আফগানিস্তান এবং ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলের জন্য গঠিত ২০ জনের পুলে নেই তিনি। এ কারণে, ডান হাতি এই অফব্রেক বোলারের এখন একটাই লক্ষ্য, জাতীয় ক্রিকেট লিগ। এখানেই নিজের পরিবর্তিত বোলিং অ্যাকশনকে আরও ঝালিয়ে নিতে চান আরাফাত। এমনকি ২০ জনের পুলে নিজের নাম না দেখেও খুব বেশি মন খারাপ হয়নি তার। কারণ সানির সব মনযোগই ছিল কেবল অ্যাকশন পরীক্ষায় পাশ করার দিকে।

তিনি বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে মাথা ঘামানোর চাইতে আমার কাছে পরীক্ষায় পাশ করাটাই ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে দিকেই বেশি মনোযোগি ছিলাম। আমার টোটাল ফোকাসটাই ছিলো পাস করা। আল্লাহর কাছে তৃতজ্ঞতা যে, আমি এ পরীক্ষায় পাশ করে আসতে পেরেছি। বিরাট বোঝা হালকা হয়েছে।’

এনসিলকেই যে লক্ষ্য রেখে আরাফাত সানি বলেন, ‘এখন আমার লক্ষ্য জাতীয় ক্রিকেট লিগ। এই লিগের দিকেই সব মনযোগ দিতে চাই। যদিও হোম সিরিজ বলে যে কোন সময় ডাক পেতে পারি; কিন্তু এসব নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছি না। এনসিএলেল দিকেই তাকিয়ে আছি। এখানে দীর্ঘ সময় বোলিং করতে পারলে, রানআপ এবং অ্যাকশনে যে পরিবর্তন এসেছে সেটাকে আরও ঝালিয়ে নিতে পারবো।’

সানি আরও বলেন, ‘আগে আমার রানআপ বলতে ছিল, হেঁটে হেঁটে ডেলিভারি দিতাম। এখন এটা পরিবর্তন করেছি। নতুন রানআপ হচ্ছে, বোলিং মার্ক থেকে খানিকটা দৌড়ে ডেলিভারি দিই। আমার ব্যাকফুট ল্যান্ডিংটা ছিল প্যারালাল। এখনও সেটাই আছে।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!