• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেরোবিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি শুরু


বেরোবি (রংপুর) প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০১৭, ১১:৪২ এএম
বেরোবিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি শুরু

রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি শুরু হচ্ছে বুধবার (১৮ জানুয়ারী) থেকে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্র জানায়, বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রথম মেধা তালিকায় নির্বাচিতদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 

নির্ধারিত সময়ে কোনো প্রার্থী ভর্তি হতে ব্যর্থ হলে তার ভর্তির যোগ্যতা বাতিল হয়ে যাবে এবং আসন শুন্য থাকা সাপেক্ষে মেধা তালিকা থেকে শুন্য আসনে ভর্তি করা হবে।

চলতি বছর বেরোবির ছয়টি অনুষদের ২১টি বিভাগে মোট ১২৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম মেধা তালিকা থেকে ভর্তি ও বিভাগ পরিবর্তন শেষে আগামী ২৪ জানুয়ারি দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবং এই তালিকা থেকে ৩০ ও ৩১ জানুয়ারি ভর্তি নেয়া হবে। 

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.brur.ac.bd –তে দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!