• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বোলিংয়ের অনুমতি পেলেন ব্র্যাথওয়েইট


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৪:৪২ পিএম
বোলিংয়ের অনুমতি পেলেন ব্র্যাথওয়েইট

ঢাকা: আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ও পার্ট-টাইম বোলার ক্রেইগ ব্র্যাথওয়েইট। এই ক্যারিবীয় অলরাউন্ডারকে  পুনরায় বোলিংয়ের অনুমতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট চলাকালীন ২৪ বছর বয়সী এই স্পিনারের বোলিং এ্যাকশন নিয়ে অভিযোগ উত্থাপিত হয়। এরপর গত ৩১ আগস্ট ইংল্যান্ডের লাফবোরো পরীক্ষাগারে ব্র্যাথওয়েইটের বোলিং এ্যাকশন পর্যবেক্ষণ করা হয়।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে আইসিসি অনুমোদিত ১৫ ডিগ্রীর মধ্যেই ব্র্যাথওয়েইটের ডেলিভারীগুলো সীমাবদ্ধ রয়েছে। সে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে পুনরায় বোলিংয়ের অনুমতি দিয়েছে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০ টেস্টে এ পর্যন্ত ব্র্যাথওয়েইট ১২ উইকেট দখল করেছেন। যার মধ্যে রয়েছে শ্রীলংকার বিপক্ষে ২০১৫ সালে ৬ উইকেট প্রাপ্তির কৃতিত্ব।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!