• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড় স্কোরের আশা খুলনার


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৯, ২০১৬, ১০:০৬ এএম
বড় স্কোরের আশা খুলনার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে সবচেয়ে বড় চমক বললে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানসের নাম নিতে হবে। আনকোরা দল নিয়েই চার ম্যাচে তিনটিতেই জয় তুলে নিয়েছে রিয়াদ বাহিনী। যার মধ্যে দুটি ম্যাচ তো রূপকথা জন্ম দিয়ে জয় করলো টাইটানসরা। রূপকথার নায়ক আর কেউ নয়, জাতীয় দলের অনেক বিপদের কাণ্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ।

ঢাকা পর্বে চার ম্যাচ খেলা টাইটানসরা চার দিনের বিরতি শেষে শনিবার (১৯ নভেম্বর) শক্তিশালী ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে চট্রগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে।চার ম্যাচে এখন পর্যন্ত খুলনা টাইটান্সের সর্বোচ্চ সংগ্রহ ১৪৪ রান। এর মধ্যে একটি ম্যাচে তো মাত্র ৪৪ রানেই অলআউট। বোলারদের দাপটে বিশেষ করে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নৈপুণ্যে তিনটি ম্যাচে জয় পায় তারা। তবে এবার ব্যাটসম্যানরাও জ্বলে উঠবেন আশা করছেন দলের অন্যতম সেরা ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল। চট্টগ্রামের উইকেট অপেক্ষাকৃত বেশি ব্যাটিং-সহায়ক হাওয়ায় এমনটা আশা করছেন এ স্পিনার।

গতকাল শুক্রবার চট্টগ্রামের মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অনুশীলন শেষে রুবেল বলেন, ‘স্কোরিংয়ের দিক থেকে এখানে ঢাকার চেয়ে একটু বেটার বলে মনে হচ্ছে আমার। একটু বেশি রান হবে। ব্যাটে আসছে বল। ২০ থেকে ৩০ রান বেশি হবে। আমাদের প্রস্তুতি খুব ভালো। টিম ভালো একটা অবস্থানে এসেছে। বোলাররা খুব ভালো বল করছে। ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমরা।’

ঢাকায় প্রথম পর্বের শেষ দিনে ম্যাচ খেলেনি খুলনা। এরপর মাঝে দুই দিন বিরতির পর চট্টগ্রাম পর্বের প্রথম দুই দিন ম্যাচ নেই তাদের। সব মিলিয়ে পাঁচ দিনের বিরতি পেয়েছে দলটি। এটাকে ইতিবাচক মনে করছেন রুবেল। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে আরো ভালো ক্রিকেট খেলবেন বলে আশা করছেন তারা।

‘আমরা ঢাকায় টানা ম্যাচ খেলেছি। পাঁচ দিনে চারটা ম্যাচ খেলেছি। চিটাগাংয়ে হয়তো বিরতিটা একটু বেশি পড়েছে। এটা আমাদের একদিক থেকে ভালোও হয়েছে। এখানে আমরা পরিবেশ, উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। নেট হচ্ছে, বোলাররা বোলিং করছে। যাদের শারীরিক সমস্যা ছিল তারাও রিকভারি করার চেষ্টা করছে। সব মিলিয়ে আমাদের জন্য ভালো হয়েছে।’

আজ শনিবার চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে খুলনা। এবারের বিপিএলে দারুণ ক্রিকেট খেলছে ঢাকা। পাঁচ ম্যাচের চারটিতে জিতে শীর্ষে আছে দলটি। এমন দলের বিপক্ষে খেলা বাড়তি চ্যালেঞ্জিং মনে করেন রুবেল। তবে তার কাছে টি-টুয়েন্টি খেলাই চ্যালেঞ্জিং মনে হয়। এখানে যে কোনো সময় যে কোনো দল জ্বলে উঠতে পারে বলে জানান এ স্পিনার।

‘ঢাকা খুব ভালো খেলছে। তারা জয়ের মধ্য রয়েছে। টিম কম্বিনেশন অনেক ভালো। অনেক ভেরিয়েশন আছে। আর টি-টুয়েন্টি যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। এখানে যে যে দিন ভালো খেলবে তাদেরই জেতার সম্ভাবনা থাকে। অনেক সময় ভালো টিম হলেই যে ভালো খেলবে, তা কিন্তু নয়। যারা নির্দিষ্ট দিনে ভালো খেলবে তারাই জিতবে।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!