• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড় স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছে গেল মুশফিকরা


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১০:০৩ পিএম
বড় স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছে গেল মুশফিকরা

ঢাকা: চোখেমুখে বড় স্বপ্ন নিয়ে দ্বীপদেশ শ্রীলঙ্কায় পৌঁছে গেল মুশফিকুর রহীমের দল। সোমবার বেলা দুইটায় রওনা হয়ে বিকেলে বাংলাদেশ দল কলম্বোয় পৌঁছেছে। স্বপ্নটা বড় হচ্ছে এই কারণে যে বাংলাদেশ যতদিন হল টেস্ট মর্যাদা পেয়েছে তারপর থেকে এতটা অনভিজ্ঞ শ্রীলঙ্কা দল কখনও পায়নি বাংলাদেশ।

তারওপর হ্যামস্ট্রংয়ের চোটে পড়ে ছিটকে পড়েছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বাংলাদেশের টেস্ট অধিনায়কও সংবাদমাধ্যমেও বলে গেছেন, এবারের শ্রীলঙ্কা সফর তাদের জন্য অনেক বড় সুযোগ।

১৬ সদস্যের দলের ১৫ জন গিয়েছেন একসঙ্গে। তামিম ইকবাল দুবাই থেকে মঙ্গলবার শ্রীলঙ্কায় পৌঁছার কথা।

শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে একটা অনভিপ্রেত ঘটনাও ঘটেছে। দলের সঙ্গে যাননি ফিজিও ডিন কনওয়ে। বিসিবি’র পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় যাননি কনওয়ে। সমস্যা সমাধানের কাজ চলছে। দু-একদিনের মধ্যে যেতে পারেন ফিজিও।

জানা গেছে, নিজের পারিশ্রমিক নিয়ে দরকষাকষি করছিলেন কনওয়ে। বিসিবিও ছাড় দেয়নি। শেষ পর্যন্ত বিসিবির কঠোর অবস্থান দেখে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে দুঃখ প্রকাশ করেন কনওয়ে। দুই টেস্টের সিরিজ শুরু হবে সাগরপাড়ের শহর গলেতে ৭ মার্চ থেকে। তার আগে মোরাতুয়ায় বৃহস্পতিবার থেকে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি:
প্রস্তুতি ম্যাচ (২-৩ মার্চ) – মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়াম
প্রথম টেস্ট (৭-১১ মার্চ) – গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট (১৫-১৯ মার্চ) – পি সারা ওভাল

প্রস্তুতি ম্যাচ (২২ মার্চ) – কলম্বো
প্রথম ওয়ানডে (২৫ মার্চ) – রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে (২৮ মার্চ) – রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে (১ এপ্রিল) – সিংহলি স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, কলম্বো

প্রথম টি-টোয়েন্টি (৪ এপ্রিল) – আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় টি-টোয়েন্টি (৬ এপ্রিল) – আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!