• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে হবে না ২০১৯ আইপিএল!


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৬, ২০১৮, ০২:১২ পিএম
ভারতে হবে না ২০১৯  আইপিএল!

ঢাকা: ভারত থেকে সরে যেতে পারে আইপিএল৷ ২০১৯ আইপিএলের আসর বসতে পারে সংযুক্ত আরব আমিরাতে। যদিও কারণটা নতুন নয়৷ এর আগেও একই কারণে ভারত থেকে অন্যত্র স্থানান্তরিত আইপিএল। আগামী বছর লোকসভা নির্বাচনের সঙ্গে আইপিএল সূচির সংঘাত দেখা দিলে অতীতের মতোই বিদেশে পাড়ি দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের মিলিয়ন ডলারের ক্রিকেট টুর্নামেন্ট।

সাধারণ নির্বাচনের জন্য এর আগে দু’বার ভারত থেকে সরে গিয়েছে আইপিএল। ২০০৯ মৌসুমে গোটা টুর্নামেন্ট খেলা হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। উদ্বোধনী অনুষ্ঠানসহ ২০১৪ মৌসুমের প্রথম দিকের বেশ কিছু ম্যাচ খেলা হয়েছিল আমিরাতে।

২০১৯ আইপিএলের জন্য বিসিসিআই ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত উইন্ডো নির্ধারণ করেছে। যদিও প্রাথমিক সূচি নির্ধারণের সময় সাধারণ নির্বাচনের বিষয়টাও মাথায় ছিল বোর্ডের। তাই বিকল্প পথ খোলাই রেখেছেন বোর্ড কর্তারা৷ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষিত হলে পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে বোর্ড। সেক্ষেত্রে আমিরাতই যে বিসিসিআই-এর প্রথম পছন্দ, সেটাও নিশ্চিত করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে।

সোনালীনিউজ/আরআইবি

Wordbridge School
Link copied!