• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের সহায়তা চাইলেন পাকিস্তানের অসুস্থ হকি তারকা


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৬, ২০১৮, ০৫:৪৩ পিএম
ভারতের সহায়তা চাইলেন পাকিস্তানের অসুস্থ হকি তারকা

ফাইল ছবি

ঢাকা: দীর্ঘদিন ধরেই হৃদরোগে আক্রান্ত পাকিস্তানের সাবেক তারকা হকি গোলকিপার মনসুর আহমেদ। এই মুহুর্তে করাচির জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকাল সেন্টারে চিকিৎসাধীন আছেন। তবে চিকিৎসকরা তাকে দ্রুত হার্ট ট্রান্সপ্লান্ট করানোর পরামর্শ দিয়েছেন। সেটা হতে হবে যুক্তরাষ্ট্রে অথবা ভারতে। তাই ভারতের কাছে সহায়তা চাইলেন কিংবদন্তি পাক হকি খেলোয়াড়।  

দিন কয়েক আগেই এক ভিডিও বার্তায় নিজের চিকিৎসার জন্য ভারত সরকারের কাছে সহায়তা চেয়েছেন পাকিস্তানের জীবন্ত  কিংবদন্তি হকি খেলোয়াড় মনসুর আহমেদ। জবাবে এরইমধ্যে তার পাঁশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন চেন্নাই হকি অ্যাসোসিয়েশন। চেন্নাইয়ের হার্ট সার্জন ড. কেআর বালাকৃষ্ণণ জানিয়েছেন, ‘মনসুর আহমেদের চিকিৎসকেরা মেডিক্যাল রেকর্ড পাঠিয়েছেন। আমাকে তাঁরা সাহায্য করতে অনুরোধ করেন। বিষয়টা আমরা দেখছি।’

সেই ভিডিও বার্তায় পাকিস্তানের সাবে এই হকি তারকা বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে হকি ম্যাচে বেশ কয়েকবার আমি ভারতীয়দের হৃদয় ভেঙেছি। বেশ কয়েকবার ভারতের থেকে জয় ছিনিয়ে নিয়ে নিজের দেশ পাকিস্তানকে জিতিয়েছি। কিন্তু সেটা খেলা ছিল। খেলার অঙ্গ ছিল৷ আজ আমার হৃদপিণ্ডের সার্জারির জন্য ভারতের সাহায্য দরকার।’

বার্তায় তিনি আরও বলেন ‘মানবতাই রয়েছে সবার উপরে। ভিসা পেলে আমি ভারতের কাছে কৃতজ্ঞ থাকব।’ এছাড়াও তাঁর ওই ভিডিও বার্তায় তিনি বলেন ‘দুই দেশের সম্পর্ক খুব খারাপ কিন্তু খেলার মধ্যে দিয়ে আগেও বহুবার এই সম্পর্ক ঠিক হয়েছে, এবারও এরকমটাই হওয়া উচিত।’

মনসুর আহমেদের আর্জি শুনে ভারত সরকার ভিসা দিলেও তাঁকে অপেক্ষা করতে হবে বেশ কিছু দিন। প্রায় চার থেকে ছয় মাস লাগতে পারে এই বিদেশি রোগীর নতুন হৃদপিণ্ড পেতে। কারণ নিয়ম অনুযায়ী অন্য দেশের রোগীকে হৃদপিণ্ড প্রতিস্থাপনের আগে দেশের কোনও রোগী হৃদপিণ্ড প্রতিস্থাপনের তালিকায় পড়ে থাকতে পারবে না। চিকিৎসার নতুন নিয়ম অনুযায়ী কোনও বিদেশি রোগীর জন্য দেশের অসুস্থ রোগীকে হৃদপিণ্ড প্রতিস্থাপন না-করিয়ে ফেলে রাখা যাবে না। সুতরাং ইতিমধ্যেই দেশের হৃদপিণ্ড প্রতিস্থাপনের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সার্জারির পরেই পাক হকি তারকার হৃদপিণ্ড প্রতিস্থাপন সম্ভব।

উল্লেখ্য, ১৯৯০ সালে মনসুর আহমেদ পাকিস্তানের হকি টিমের অধিনায়ক ছিলেন। তিনবার অলিম্পিকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন তিনি। তাঁর দল ১৯৮৯ এ ইন্দিরা গান্ধি কাপ জেতে। আহমেদ ১৯৮৬ থেকে ২০০০ সাল পর্যন্ত ৩৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সিডনিতে ১৯৯৪ ওয়ার্ল্ড কাপ জেতে তাঁর দল। ১৯৯২ অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন। তিনি ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে পাকিস্তানের জাতীয় পতাকা বহন করেন মনসুর। ১৯৯৪ সালে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন তাঁকে বেস্ট গোলকিপারের সম্মান দেয়। আজ তাঁর বয়স ৪৯।  

একসময়ে পাকিস্তানের হয়ে হকি মাঠ কাঁপানো মনসুরের হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দিয়েছে। পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো এই হকি তারকার হার্টে সমস্যা শুরু হওয়ার পর তাঁর বুকে পেসমেকার বসানো হয়। সেই পেসমেকারেও সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা বলেন হার্ট বদল করতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!