• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিক্টোরিয়ান্সের চ্যালেঞ্জ নিচ্ছে চিটাগাং ভাইকিংস


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৬, ২০১৭, ০৬:৫১ পিএম
ভিক্টোরিয়ান্সের চ্যালেঞ্জ নিচ্ছে চিটাগাং ভাইকিংস

ঢাকা: সবার বিপিএল শুরু হলেও চিটাগাং ভাইকিংসের বিপিএল এখনো শুরু হয়নি। প্রথম দুই দিনে কোনো দল একটি আবার কোনো দল দুটি করে ম্যাচ খেলে ফেললেও চিটাগাং ভাইকিংস একটি ম্যাচও খেলেনি। তাই চিটাগাং ভাইকিংসের বিপিএল শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। প্রথম ম্যাচেই তাঁদের প্রতিপক্ষ পড়শি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ২টায়।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের কাছে হেরে একটু পিছিয়ে রয়েছে। প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেনি দলটি। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটে পড়ে খেলতে পারছেন না। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন আফগান তারকা মোহাম্মদ নবী। কিন্তু প্রথম ম্যাচে সেভাবে তিনি দল পরিচালনা করতে পারেননি। তরুণ অলরাউন্ডার সাইফ উদ্দিন ও বিশেষজ্ঞ স্পিনার আরাফাত সানিকে সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

কুমিল্লা বিদেশি কোটায় বেশি রেখেছে পাকিস্তানীদের। সমস্যাটা হচ্ছে, সেখানে তাদের টি-টোয়েন্টি লিগ চলবে ১৭ নভেম্বর অবধি। তাই শুরুর দিকে পাকিস্তানের খেলোয়াড়দের পাওয়া যাচ্ছে না। তারপরও কুমিল্লায় তারকাদের ঘাটতি নেই। দুই আফগান মোহাম্মদ নবী, রশিদ খান ছাড়াও জস বাটলার, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভোর মতো খেলোয়াড়রা একাই ম্যাচ বের করতে জানেন।

উল্টোদিকে, এবার তরুণদের প্রতি আস্থা রেখেছে চিটাগাং ভাইকিংস। দলটির ভরসা স্থানীয় তরুণরাই। চিটাগাংকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। বিদেশী কোটায় আছেন লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, সিকান্দার রাজা, জার্মেইন ব্ল্যাকউড ও দিলশান মুনাবিরার মতো ক্রিকেটাররা। তবে বাজিমাত করতে পারেন সৌম্য সরকার। গতবার রংপুরে খেলা এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাট করেছেন। সেই ফর্ম টেনে আনতে পারলে চিটাগাং দারুন কিছুই করতে পারে। এনামুল হকও নিজেকে আরেকবার চেনাতে তৈরি। বোলিংয়ে অফফর্মকে নিশ্চয় পেছনে ফেলতে চাইবেন তাসকিন-শুভাশিষরা।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!