• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভুটানে সাফ শিরোপা জিততে চায় বাংলাদেশের মেয়েরা


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০১৮, ০৯:৫৯ পিএম
ভুটানে সাফ শিরোপা জিততে চায় বাংলাদেশের মেয়েরা

ছবি: বাফুফের সৌজন্যে

ঢাকা: গোলরক্ষক শহীদুল আলম সোহেলের ভুলে ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। এবার সামনে  সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ। ২৮ সেপ্টেম্বর থেকে ভুটানে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে দেশবাসীকে হতাশ করতে চায়না লাল সবুজের নারীরা। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের শিরোপা জিততে চায় বাংলাদেশ।

আগামি ২৬ সেপ্টেম্বর ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দুই গ্রুপে বিভক্ত হয়ে ৬টি দল অংশ নেবে এ টুর্নামেন্টে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গী নেপাল ও পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে আগামি ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে মৌসুমী আক্তারের দল। গ্রুপে শেষ ম্যাচ নেপালের বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর।

আসন্ন এ আসরকে সামনে রেখে অনূর্ধ্ব-১৬ দল থেকে ১৩ জন ফুটবলারকে নেয়া হয়েছে অনুর্ধ ১৮ স্কোয়াডে। নবীনদেরকে নিয়ে দল সাজালেও বেশ আশাবাদী কোচ গোলাম রব্বানী ছোটন। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনেকদিন যাবৎ বয়স ভিত্তিক দলগুলো এক সঙ্গে অনুশীলন করছে। অনূর্ধ্ব-১৫, ১৬, ১৮ এবং জাতীয় দলের সবাই একই সঙ্গে একই ক্যাম্পে আছে। ফলে তাদের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো। চলতি বছর আমাদের জন্য অনেক বেশী গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্যালেন্ডারে ঠাঁসা ছিল সূচি। তাই সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। নবীনদের সমন্বয়ে বেশ ভালো টিম করতে পেরেছি। আশা করি প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পাবো। ফাইনাল খেলে আসরটা স্মরনীয় করে রাখতে চাই।’

গত বছর সেপ্টেম্বরের পর আর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেনি অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের সিনিয়র প্লেয়াররা। তারা শুধু ক্যাম্পে থেকে অনুশীলনই করেছে। তবে ম্যাচ না খেললেও তার কোন প্রভাব ফেলবে না বলেই জানালেন ছোটন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ক্যাম্পে নিজেদের মধ্যে একাধিক ম্যাচ খেলেছে। ফলে মাঠে কোন প্রভাব পড়বে না।’

প্রথমবারের মতো অধিনায়কত্ব পাওয়া মৌসুমী আক্তারও ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কয়েক মাস প্রচুর পরিশ্রম করেছি। মাঠে নিজেদের উজাড় করে দেবো। জয়ের ব্যাপারে আমরা আত্ববিশ্বাসী। আশা করি ভুটানে ভালো কিছু করতে পারবো।

তবে অধিনায়কত্বটা আমার জন্য বাড়তি একটা চাপ। কারন এতোদিন খেলেছি খেলোয়াড় হিসেবে। এখন মাঠে ও মাঠের বাইরেও আমাকে খেলতে হবে। দু’দিকের দায়িত্বই আমি ভালোভাবে পালন করতে চাই।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!