• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মাঙ্কিগেট’ নিয়ে মুখ খুললেন সৌরভ-ক্লার্ক


ক্রীড়া ডেস্ক মার্চ ১৫, ২০১৭, ০৯:৪৩ এএম
‘মাঙ্কিগেট’ নিয়ে মুখ খুললেন সৌরভ-ক্লার্ক

ঢাকা : রাঁচির ঝাড়খ- ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে। তার আগে দু’দেশের দুই সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও মাইকেল ক্লার্ক ফিরে গেলেন আট বছর আগের দিনগুলোয়। দু’জনই কথা বলেছেন ‘মাঙ্কিগেট’ প্রসঙ্গে। মঙ্গলবার কলকাতায় ক্লার্কের লেখা ‘মাই স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন মহারাজা।

২০০৭-২০০৮ মৌসুমে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের উদ্দেশ্যে হরভজন সিং যে বাঁকা মন্তব্য করেছিলেন সেটাই আসলে মাঙ্কিগেট নামে পরিচিত। ওই ঘটনার সময় হরভজনের ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন সৌরভ।

কী বলেছিলেন হরভজন সাইমন্ডসের উদ্দেশ্য? এতদিন পর এসে সৌরভ বলছেন,‘ আমি নিশ্চিত ক্লার্কের এই বইয়ে মাঙ্কিগেট ঘটনার সত্যিটা লেখা হয়নি। কারণ ভাজ্জি কী বলেছিল, তা ওই বলতে পারবে। আমি পাশে দাঁড়িয়ে থাকার পরও কিছু বুঝতে পারিনি। তবে ঘটনার পরের দিন ছিল আমাদের জন্য অস্বস্তিকর। আমরা সবাই ক্ষুব্ধ ছিলাম। বোর্ডকে আমরা বিষয়টি অবহিত করি।’

সেদিন সাইমন্ডসের পাশে দাঁড়িয়েছিলেন ক্লার্ক। তিনি এদিন বলেন,‘ আমি অ্যান্ড্রুর ঠিক পাশে ছিলাম। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ভাজ্জি কোনও বর্ণবৈষম্যমুলক মন্তব্য করেছে কি না। কিন্তু অ্যান্ড্রু তা বলতে পারেনি।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!