• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালিঙ্গার নিখুঁত ইয়র্কারে মুগ্ধ রুবেল


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৩, ২০১৭, ০৯:১৬ পিএম
মালিঙ্গার নিখুঁত ইয়র্কারে মুগ্ধ রুবেল

ফাইল ছবি

ঢাকা: দেশ ভিন্ন, ভাষা আলাদা, একে অপরের প্রবল প্রতিপক্ষ, কিন্তু বিপিএল তাদের এক তাবুর নিচে আসার সুযোগ করে দিয়েছে। আর সেই সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর রুবেল হোসেন। পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা লাসিথ মালিঙ্গার কাছে থেকে কিছু শিখতে চান এই পেসার।

বিশ্বের প্রায় সবগুলো টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা আছে মালিঙ্গার। কিন্তু পুরোই উল্টো ব্যাপার রুবেলের বেলায় লাল সবুজের জার্সিতে খেলার পাশাপিাশি খেলেন বিপিএলে। তাই কাছে পেয়ে মালিঙ্গার নিখুঁত ইয়র্কার মারা কৌশল আয়ত্ব করতে চান রুবেল।

রংপুর রাইডার্সের পেসার বলেন, ‘মালিঙ্গার বোলিং সম্পর্কে পুরো বিশ্বই জানে। ডেথ ওভারে সে চমত্কার বোলিং করে থাকে। তার বোলিং দেখে মুগ্ধ হয়েছি। তার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি, শেষের দিকে কোথায় লক্ষ্য করে সে বোলিং করে। এত ভালো ইয়র্কার কীভাবে করে। অনুশীলনে ওর কাছে বিষয়গুলো জানতে চাই। ওর স্লোয়ারের গ্রিপটাও কিন্তু ভিন্ন। আমি সেটা নিয়ে কাজ করছি। যদিও এখনই ওই গ্রিপটা চেষ্টা করছি না, আরও কিছুদিন পর চেষ্টা করব।’

বিপিএলের এবারের আসরে ‘প্রথম দুটি ম্যাচে সুযোগ পেয়ে বোলিংটা ভালো করতে পারিনি। কিন্তু শেষ দুই ম্যাচে ভালো বোলিং করেছি। এই মুহূর্তে আমি দারুণ আত্মবিশ্বাসী। যোগ করেন রুবেল।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!