• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার সবচেয়ে বড় হাসপাতালে আগুন


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৭, ২০১৮, ০৩:২৩ পিএম
মালয়েশিয়ার সবচেয়ে বড় হাসপাতালে আগুন

ঢাকা: মালয়েশিয়ার কুয়ালালামপুরে সবচেয়ে বড় হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৩৯টি টিম কাজ করেছে।

মালয়েশিয়ান সংবাদ মাধ্যম স্টার অনলাইনের খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১৭ মার্চ) দুপুর ১২টা ১৫ মিনিটে কুয়ালালামপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফরেনসিক মেডিসিন (আইপিএফএন) ভবনের এক অংশে আগুন লাগার ঘটনা ঘটে।

দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সর্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। হাসপাতালের কর্মচারীরা দ্রুত রোগীদের বের করছে। ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালের আশপাশে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!