• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাশরাফির অবসরে অবাক হননি হাথুরুসিংহে


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৬, ২০১৭, ১২:১৬ পিএম
মাশরাফির অবসরে অবাক হননি হাথুরুসিংহে

ঢাকা : খবরটা বাংলাদেশের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো হয়ে এসেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে টস করার সময় মাশরাফি জানিয়ে দেন, টি-টুয়েন্টিতে এটাই তার শেষ সিরিজ। গোটা দেশ এই কথা শুনে বিভ্রমে পড়লেও টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে বলছেন, মাশরাফির এমন সিদ্ধান্তে তিনি অবাক হননি।

ক্রিকইনফোর সঙ্গে আলাপাকালে হাথুরু বলেন, ‘তার অবসরে আমি অবাক হইনি। সব ভালো খেলোয়াড়ই জানে, কখন সরে যেতে হয়।’

মাশরাফির প্রশংসা করে তিনি বলেন, ‘দল এবং কোচিং গ্রুপের কাছ থেকে মাশরাফি অনেক সম্মান পেয়েছ। এটা তার অর্জিত। মাশরাফি ভেবেছিল, টি-টুয়েন্টিতে তার সামনে বেশি চ্যালেঞ্জ নেই। অবসরের জন্য ওই সিরিজ তার জন্য সবচেয়ে ভালো সময় ছিল।’

মাশরাফির অবসরের সিদ্ধান্ত হাথুরু স্বাভাবিকভাবে নিলেও ঘোষণা দেওয়ার প্রক্রিয়াটি পছন্দ হয়নি, ‘টসের সময় সে এই ঘোষণা দিবে, এটা কখনও ভাবিনি। কিন্তু আমি মনে করি সে ভালোই করেছে। কারণ ভালো খেলোয়াড়রা জানে কখন যেতে হবে।’

মাশরাফির অবসরের পর শোনা যায় হাথুরুসিংহে নাকি চান না তামিম, মুশফিকরা টি-টুয়েন্টি খেলুক। ক্রিকইনফোর কাছে অবশ্য তেমন কিছু বললেন না। সাকিব, তামিমদের মতো সিনিয়র ক্রিকেটারদের তিন ধরনের ক্রিকেটেই খেলা উচিত বলে মনে করেন তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!