• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাশরাফির চ্যাম্পিয়ন ‘ঢাকা’!


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০১৬, ১০:১৩ পিএম
মাশরাফির চ্যাম্পিয়ন ‘ঢাকা’!

ঢাকা : বিপিএলে তিনবারই চ্যাম্পিয়ন ট্রফি উঠেছে তার হাতে। প্রথম দুবার ঢাকার হয়ে উঁচিয়ে ধরেছেন, তৃতীয়বার কুমিল্লার হয়ে। এবার দৃশ্যপটে নেই মাশরাফি বিন মুর্তজা। তার দল কুমিল্লা যে শেষ চারের আগেই আউট।

বিপিএল একেবারে অন্তিমলগ্নে চলে এসেছে। এখন আলোচনা একটাই কার হাতে উঠছে চতুর্থ শিরোপা? শুরু থেকে শক্ত দল গড়ে আলোচনায় ছিল ঢাকা ডায়নামাইটস।

মাশরাফিরও মনে হচ্ছে, শিরোপা তৃতীয়বারের মতো চলে যেতে পারে ঢাকার ঘরে,‘ পরিস্কারভাবে বললে ঢাকা অনেকটা এগিয়ে। ভারসাম্যপূর্ণ দলের কথা চিন্তা করলে ওরা অনেকটাই এগিয়ে থাকবে। বোলিংয়ে ওদের হাতে অনেক বিকল্প রয়েছে। ব্যাটিংয়েও এগিয়ে। আট-নয় পর্যন্ত ওদের ব্যাটসম্যান রয়েছে। চিটাগাংও ভালো করছে। ওরা একটা পর্যায়ে এসেছে ভালো করছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষণ এই দুটি দলেরই বেশি।’

টি২০ ক্রিকেট আসলে হিসাব কষে চলে না। মহুর্তে একটি উইকেট বা চার-ছক্কা মহুর্তে ম্যাচের ভাগ্য নির্ণায়ক হতে পারে। মাশরাফিও সেটা স্বীকার করে নিয়ে বলছেন,‘ তারপরও বলা যায় না। এ ধরণের টুর্নামেন্টে যাদের কেউ হিসাব করে না তারাই চ্যাম্পিয়ন হয়। তবে ঢাকা সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ দল।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Wordbridge School
Link copied!