• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাশরাফির বিকল্প পাওয়া কঠিন: প্রধান নির্বাচক


ক্রীড়া প্রতিবেদক মে ২০, ২০১৮, ০৬:০৯ পিএম
মাশরাফির বিকল্প পাওয়া কঠিন: প্রধান নির্বাচক

ঢাকা: অসাধারণ প্রতিভা নিয়েই বাংলাদেশের ক্রিকেটে আবির্ভাব ঘটেছে মাশরাফি বিন মর্তুজার। ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই পেস বোলিং অলরাউন্ডারর হাত ধরেই সোনালী যুগে প্রবেশ করেছে বাংলাদেশের ক্রিকেট। গত বছর শ্রীলঙ্কা সফরে অকস্মাৎ টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়ান ম্যাশ। সংক্ষিপ্ত ফরম্যাটে তাকে ফেরানোর অনেক চেষ্টা করেও সফল হয়নি বিসিবি। কিন্তু মাশরাফির অভাব কিছুতেই পুরণ হচ্ছে না। এমনকি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও।

আফগান সিরিজে দল ঘোষণা উপলক্ষে রোববার (২০ মে) মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কণ্ঠে ঝড়ে পড়ল আক্ষেপ। ‘সব ফরম্যাটে মাশরাফি অসাধারণ একজন পারফরমার। দুর্ভাগ্যবশত তিনি এখন টি-টোয়েন্টি খেলছে না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। মাশরাফির বিকল্প বের করা কঠিন একটি কাজ।’

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের আগে একদম মাশরাফির মতো না হলেও কাছাকাছি পাওয়া সম্ভব বলে মনে করেন মিনহাজুল আবেদীন নান্নু, ‘মাশরাফির মতো হয়তো কাউকে পাচ্ছি না, তবে তার কাছাকাছি বিকল্প তৈরি করার সময় চলে এসেছে। এই মুহুর্তে আমরা এখন একজন বোলিং অলরাউন্ডারের খোঁজ করছি। আমার বিশ্বাস আগামী বিশ্বকাপের আগে অন্তত একজন বোলিং অলরাউন্ডার খুঁজে পাবো।’

তিনি বলেন, ‘কিছু খেলায়াড় এইচপিতে (হাই পারফরম্যান্স) আছে। ওখানে আমরা তাদের পর্যবেক্ষণ করছি। এইচপি থেকে যে কোন সময় জাতীয় দলে ঢোকার সুযোগ থাকবে।’

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে স্কোয়ার্ডে রাখেননি নির্বাচকরা। আরিফুল ইসলাম থাকলেও তিনি নিয়মিত নন। এর বাইরে সাইফউদ্দিন ও আবুল হাসান রাজুর পারফরম্যান্সে হতাশ নির্বাচকরা। সেই অর্থে ৩৪ পেরিয়ে যাওয়া মাশরাফি এখনো ব্যাটসম্যানদের মনে ত্রাস তৈরিতে পারদর্শী।  তার মতো কাউকে না পাওয়াটা হতাশার যে কারো জন্যেই।

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফি ১৬ ম্যাচে নিয়েছেন রেকর্ড ৩৯ উইকেট। কোনো প্রকার চোট ছাড়াই খেলেছেন প্রতিটি ম্যাচ। ফলে তাকে নিয়ে এবার নতুন করে ভাবতে বসেছেন নির্বাচকরাও। ৩৪ বছর বয়সী মাশরাফি এখনও যে ফর্মে আছেন তাতে এখনও দেশের ক্রিকেটকে অনেক কিছু দেয়ার আছে তার। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে অবসর নিয়ে নিজের সিদ্ধান্তে অনড় মাশরাফি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!