• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিরাজ রহস্য ফাঁস করলেন নাজমুল


ক্রীড়া ডেস্ক মার্চ ২৬, ২০১৭, ০৬:০৯ পিএম
মিরাজ রহস্য ফাঁস করলেন নাজমুল

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে আলো ঝলমলে অভিষেক। এরপর নিউজিল্যান্ড সফর শেষ করে হায়দরাবাদে ভারতের বিপক্ষে খেলেছেন একমাত্র টেস্ট। মেহেদি হাসান মিরাজ গল টেস্টের পর কলম্বোয় শততম টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরেছিলেন। তখনও পর্যন্ত যে তাকে রঙিন পোশাকের ক্রিকেটের জন্য ভাবা হয়নি।

টিম ম্যানেজম্যান্ট হয়ত চেয়েছিল, তাকে টেস্ট খেলিয়ে আরো পাকা করে গড়ে তুলতে।

কিন্তু হঠাৎ করে সেই মিরাজকে দেশ থেকে শ্রীলঙ্কার বিমানে উঠতে হল। কথা ছিল তিনি বাংলাদেশের হয়ে কক্সবাজারে ইমার্জিং কাপে খেলবেন। হঠাৎ জরুরি তলবে মিরাজকে চলে যেতে হল শ্রীলঙ্কায়। ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে এরইমাঝে অভিষেকও হয়ে গেছে বাংলাদেশের ভবিষ্যৎ বড় তারকার। ৪৩ রানে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট।

কিন্তু দেশে ফিরে আসার পর হঠাৎই কেন শ্রীলঙ্কায় ডেকে পাঠানো হল মিরাজকে? সেই প্রশ্নের উত্তর ফাঁস করেছেন স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান। তিনি বলেন,‘ মিরাজকে আমিই নিয়েছি। আমি নান্নুকে (প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন) ফোন করে বললাম, ওকে পাঠাও।’

বিসিবি সভাপতি শুধু প্রধান নির্বাচককে ফোন করে নিজের দায়িত্ব শেষ মনে করেননি। সরাসরি কথা বলেছেন মিরাজের সঙ্গেও। তখন তিনি ছিলেন খুলনায়। নাজমুল বলেন,‘ আমি ওকে ফোন করে জানলাম ও খুলনায়। বললাম, এখনই শ্রীলঙ্কা চলে এসো। আসলে লঙ্কান দলে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটসম্যান থাকায় আমরা মিরাজকে নিয়েছি। টেস্টে ও দারুন বোলিং করেছে। আর ওয়ানডে সিরিজটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

ওয়ানডে সিরিজে মিরাজকে দেশ থেকে উড়িয়ে এনে দিলেও বাংলাদেশ একাদশ যে তিনি সাজাননি সেটাও বলেছেন বিসিবি সভাপতি,‘ আজ (শনিবার) সকালে যখন আমি দলের সঙ্গে বসলাম, তখনও ঠিক মনে হয়নি যে কে খেলবে মিরাজ না সানজামুল। মিরাজকে খেলানোর সিদ্ধান্তটি দল মাঠে এসে নিয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/আরবিএম/এমএইচএম

Wordbridge School
Link copied!