• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের রাষ্ট্রপতির পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২১, ২০১৮, ০১:১০ পিএম
মিয়ানমারের রাষ্ট্রপতির পদত্যাগ

ঢাকা: মিয়ানমারের রাষ্ট্রপতি থিন কিউয়ে পদত্যাগ করেছেন। বুধবার (২১ মার্চ) রাষ্ট্রপতির কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ পদত্যাগের কথা জানায়।

দায়িত্ব গ্রহণের দুই বছরের মাথায় তিনি এ পদত্যাগ করেন।

পাঁচ দশক ধরে সামরিক শাসনে থাকা মিয়ানমারের সাধারণ নির্বাচনে জিতে দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি (এনএলডি) ক্ষমতায় এলে ২০১৬ সালের ৩০ জুন থিন কিউয়ে রাষ্ট্রপতির শপথ নেন।

পদত্যাগের পক্ষে কোনো কারণ উল্লেখ না করা হলেও রাষ্ট্রপতির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি দায়িত্ব-কর্তব্য থেকে বিশ্রাম নিতেই’ থিন কিউয়ে পদত্যাগ করেছেন।  

রাষ্ট্রপতি দপ্তর থেকে বলা হয়েছে, মিয়ানমারের সংবিধানের ৭৩ (বি) ধারা অনুযায়ী, সাত কর্মদিবসের মধ্যে রাষ্ট্রপতির পদ পূরণ করতে হবে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক জেনারেল মিন্ট শোয়ে। তিনি সামরিক বাহিনীর মনোনীত। নতুন প্রেসিডেন্ট শপথ না নেওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন।   

প্রেসিডেন্টের পদত্যাগে পর অং সান সুচি এক বিবৃতিতে বলেছেন, ‘পরবর্তী প্রেসিডেন্ট হবেন এনএলডি মেম্বার, বা এমন একজন যিনি এনএলডি প্রতি নীতিনিষ্ঠ’।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!