• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
দোষীর ফাঁসির দাবি

মুন্সীগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ; থানা ঘেরাও


মুন্সীগঞ্জ প্রতিনিধি জুন ৬, ২০১৭, ০২:৩৭ পিএম
মুন্সীগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ; থানা ঘেরাও

মুন্সীগঞ্জ: জেলার সিরাজদিখান থানায় আসলাম শেখের (৫৫) লাশ নিয়ে স্বজনরা থানা ঘেরাও ও বিক্ষোভ করেছে। এ সময় তারা দোষী ব্যাক্তির ফাঁসির দাবি জানান।

মঙ্গলবার (০৬ জুন) সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত থানার সামনে তারা বিক্ষোভ করেন। থানার সেকেন্ড অফিসার হানিফ সরকার আশ্বাস দিলে স্বজনরা শান্ত হয়। বেলা ১২ টার দিকে লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মৃত আসলাম শেখ উপজেলার রশুনীয়া গ্রামের মৃত হযরত আলী শেখের ছেলে।

স্বজনরা আরো জানান, গত ১লা বৈশাখ সকালে জমি সংক্রান্ত ঘটনায় আসলাম শেখের পরিবারের উপর হামলা চালায় একই গ্রামের মৃত খলিল ব্যাপারির ছেলে সোহেল রানা। সে সময় আসলাম শেখসহ পরিবারের ৬-৭ জন আহত হয়। আহতদের মিটফোর্ড হাসপাতালে ভতি করা হয়েছিল। এরপর সোহেল রানার এক মামলায় আটক হয় আসলাম শেখ পরে অসুস্থ অবস্থায় জামিন পেয়ে আসলাম শেখকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার ভোর ৪ টায় সে মারা যায়। লাশ নিয়ে স্বজনরা সিরাজদিখান থানায় এসে বিক্ষোভ করে। এ সময় মৃত আসলাম শেখের ছোট বোন চায়না আক্তার ও শামিমা আক্তার জানান, সোহেল রানা জেল খানায় পুলিশ কে টাকা দিয়ে আমার ভাইকে মারধর করায় আরো অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করার পর আজ সকালে মারা যায়। আমরা সোহেল রানার ফাঁসি চাই।

সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক হানিফ সরকার জানান, লাশ ময়না তদন্তের জন্য সদরে পাঠানো হয়েছে। ওসি স্যার এসে ব্যবস্থা নিবেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!