• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুমিনুল প্রসঙ্গে মেজাজ হারালেন মিনহাজুল!


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৯, ২০১৭, ০৯:২৮ পিএম
মুমিনুল প্রসঙ্গে মেজাজ হারালেন মিনহাজুল!

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও মুমিনুল হক। তবে শনিবার দল ঘোষণার সময় মুমিনুলকে নিয়ে সাংবাদিকদের বাউন্সার সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে।

মুমিনুল-মাহমুদউল্লাহর বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘শ্রীলঙ্কার সঙ্গে যে টেস্ট খেলেছি (মার্চে) তাতে মাহমুদউল্লাহ ছিল না। শ্রীলঙ্কার পরই আমরা এই টেস্টটা খেলতে যাচ্ছি। আর মুমিনুলের সাম্প্রতিক যে ফর্ম, জানুয়ারি থেকে শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত ছয়টা ইনিংসে মাত্র একটা ফিফটি। এই পারফরম্যান্সের পর...তারপরও সে আমাদের পরিকল্পনার মধ্যে আছে। যখন দরকার হবে ওকে কাজে লাগানো হবে।’

সংবাদ সম্মেলনে এদিন মাহমুদউল্লাহর চেয়ে মুমিনুল হককে নিয়েই সাংবাদিকরা বেশি প্রশ্ন করেছেন। ছোটখাটো গড়নের এই ব্যাটসম্যানের টেস্টে ব্যাটিং গড় ৪৬.৮৮। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এত গড় আর কোনও ব্যাটসম্যানের নেই। ঘরের মাটিতে সেটি প্রায় ৬০-এর মতো। তারপরও কোন যুক্তিতে বাদ দেওয়া হলো মুমিনুলকে?

জবাবে পরিসংখ্যান নিয়ে তৈরি ছিলেন মিনহাজুল, ‘সাম্প্রতিক ফর্ম দেখুন, ও যেখানে ব্যাটিং করছে সেখানে ওর চেয়ে আমরা ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে এগিয়ে রাখছি। সৌম্য ৮ ইনিংসের চারটা ফিফটি করেছে। ওর গড় ৪৫.৭৫। এখানে মুমিনুল পিছিয়ে গেছে। দেশের মাঠে ইমরুলের পারফরম্যান্স যথেষ্ট ভালো। চোটের কারণে মাঝে সে খেলতে পারেনি। তবু মুমিনুল আমাদের পুলের মধ্যে আছে। প্রথম টেস্টের জন্য ওকে বিবেচনায় নেওয়া হয়নি বলে ওর ক্যারিয়ার শেষ, এমন নয়।’

সৌম্য এক সময় ফর্ম হারিয়ে ধুকছিল। তারপরও তাকে ম্যাচের পর ম্যাচ সুযোগ দেওয়া হয়েছে। সেখানে মাত্র দুই টেস্টের পারফরম্যান্স ভালো না হওয়ায় বাদ মুমিনুল! এবার প্রশ্নকারীর উত্তর দিতে গিয়ে প্রায় মেজাজ হারিয়ে ফেললেন প্রধান নির্বাচক,‘টিম ম্যানেজমেন্টের একটা পরিকল্পনা আছে। তাদের সঙ্গে আলোচনা করে দল দেওয়া হয়েছে। আমাদের প্রধান কোচও আছেন নির্বাচক প্যানেলে। আপনি যদি এভাবে প্রশ্ন জিজ্ঞেস করেন উত্তর দিতে পারব না। অনেক আলোচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। একজন খেলোয়াড়কে নিয়ে আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন না।’

১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন না এখনকার প্রধান নির্বাচক মিনহাজুল। তখন জনতার দাবী আর সংবাদমাধ্যমের চাপে তাকে দলে ফেরাতে বাধ্য হয়েছিল টিম ম্যানেজম্যান্ট। শনিবার প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল কী সমালোচিত হয়ে পড়লেন না? তিনি বলছেন, ‘এভাবে বললে বিষয়টা ঠিক হবে না। এখানে প্রধান কোচ আছেন, তাঁকে জিজ্ঞেস করতে পারেন। আপনারা পরিসংখ্যানে যাচ্ছেন না, মুমিনুলের গত এক বছরে গড় ২৮-এ নেমে এসেছে। যেভাবে শুরু করেছিল সেই ধারাবাহিকতা ওর নেই। একজন খেলোয়াড়কে নিয়ে এত আলোচনা...সামনে ওকে নিয়ে তো আমাদের পরিকল্পনা আছে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!