• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুরালিধরণের সামনেই এক ওভারে ৭ ছক্কা কাণ্ড!


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৬, ২০১৭, ০৮:৫৭ পিএম
মুরালিধরণের সামনেই এক ওভারে ৭ ছক্কা কাণ্ড!

ঢাকা: সীমিত ওভারের ক্রিকেটে ছক্কা মারা ডালভাতে পরিণত হয়েছে। রাজকোটে জেলা পর্যায়ের টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুক্রবার (১৫ ডিসেম্বর) ছয় বলে ছয় ছক্কা মেরেছেন ভারতের তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। এর রেশ কাটতে না কাটতেই আরেক কাণ্ড করে বসলেন লঙ্কান এক কিশোর। নাম তার নাভিন্দু পাহসারা। এই কিশোর এক ওভারে ৭ ছক্কা মেরেছেন। যেটি আগে কখনো দেখা যায়নি। 

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটারদের নিয়ে প্রথমবার অনুষ্ঠিত হয় ‘মুরালি গডনেস কাপ’। ফাইনালে পাহসারা ৮৯ বলে করেছেন ১০৯ রান। যে ওভারে সাত ছক্কা মেরেছেন সেই ওভারে একটি নো বলও ছিল। তার মানে ওই নো বলটিতেও ছক্কা মেরেছেন। 

৩৬ ওভারের ম্যাচে পাহসারার সেঞ্চুরিতে তার দল আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮৩ রান তোলে। পরে অবশ্য পাহসারার দলই চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্বয়ং মুরালিধরণ। কাছ থেকে পাহসারা এমন ব্যাটিং দেখে তিনি তাঁর প্রশংসাই করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এআই

Wordbridge School
Link copied!