• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুশফিক-ইমরুলের সাহসে মুগ্ধ হাথুরুসিংহে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০১৭, ০৩:৫৬ পিএম
মুশফিক-ইমরুলের সাহসে মুগ্ধ হাথুরুসিংহে

ঢাকা: দ্বিতীয় টেস্টে মুশফিকুর রহীম খেলবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। ওয়েলিংটন টেস্টে আঙুলে চোট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টিম সাউদির বাউন্সারে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এই চোট মুশফিকুরকে পাঠিয়ে দিয়েছে হাসপাতালে। এখনও পুরোপুরি সেরে ওঠেননি। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে খেলবেন কি না সেটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

তবে আশার কথা, গত দুইদিনে কোনও সমস্যার কথা বলেননি মুশফিকুর। সমস্যা হল তার বুড়ো আঙুলের চোট। ওয়েলিংটনে থাকা অবস্থায়ই দলের ফিজিও ডিন কনয় বলে দিয়েছেন, দ্বিতীয় টেস্টে মুশফিকের থাকার সম্ভাবনা কম। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তার খেলা নিয়ে নিশ্চিত করে কোনও কিছু বলতে পারেননি।

ক্রাইস্টচার্চে শুধু যে মুশফিক অনিশ্চিত তা নয়, ইমরুল কায়েসেরও না খেলার সম্ভাবনা বেশি। টেস্ট দলের দুজন গুরুত্বপূর্ণ সদস্য না থাকায় বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তাটা অনেক বেশি। হাথুরুর কথাও তা ধরা পড়ল,‘ আমাদের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়েছে। মুশফিকের ব্যাপারে আরও একটি পরীক্ষার ব্যাপারে অপেক্ষা করছি। ডাক্তারদের সঙ্গে কথা বললে আরও ভালো ধারণা পাব। আর ইমরুলের সম্ভাবনা এখনও ফিফটি-ফিফটি।’

ওয়েলিংটনের হারের যন্ত্রণা এখনও ভুলতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের পেসাররা একের পর এক বাউন্সার দিয়ে ব্যাটসম্যানদের তটস্থ করে রেখেছিলেন। এটাকে খেলারই অংশ বলছেন হাথুরুসিংহে,‘ আমার কাছে এটা বাড়াবাড়ি মনে হয়নি। আমরাও তো এটাই করেছি। আক্রমণাত্মক বোলিং করেছি। কামরুলের ওই ওভারের দিকে তাকান। ওটাই টেস্ট ক্রিকেট, আসল টেস্ট ক্রিকেট।’

সবচেয়ে বড় কথা, চোট পাওয়ার পরও মাঠে নেমে বুক চিতিয়ে লড়াই করেছেন মুশফিক-ইমরুল। এজন্য কোচের কাছ থেকে বাহবাই পাচ্ছেন এই দুজন। হাথুরু বলছেন,‘ ওরা অনেক সাহসের পরিচয় দিয়েছে। একবার স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর ইমরুলের আবার ব্যাট করতে নামা, বুড়ো আঙুলের চোট নিয়েও মুশফিকের ব্যাটিং করার সাহস দেখানো, এগুলো প্রমাণ করে তারা দেশের জন্য কতটা নিবেদিতপ্রাণ।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

 

Wordbridge School
Link copied!