• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা ওবামার


আন্তর্জাতিক ডেস্ক জুন ৬, ২০১৬, ০৬:০০ পিএম
মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা ওবামার

যুক্তরাষ্টসহ বিশ্বের গোটা মুসলিম সম্প্রদায়কে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে প্রচারিত এক শুভেচ্ছা বিবৃতিতে ওবামা বলেছেন, পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে যারা এই মাসটি পালন করবেন, তাদের সবাইকে আমি আমেরিকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, আমি এ কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা আমেরিকানরা এক পরিবারের অংশ। তাই আমি দৃঢ়তার সঙ্গে আমেরিকান মুসলিম সম্প্রদায়ের পাশে এসে দাঁড়িয়েছি। আমি সেইসব বক্তব্যকে প্রত্যাখ্যান করছি যেগুলো আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায় এবং আমাদের ধর্ম ও সামাজিক স্বাধীনতাকে আরো সীমিত করতে চায়।

এসময় তিনি আমেরিকানদের প্রতি যুদ্ধ ও নানা সংঘর্ষের কারণে বিশ্ব জুড়ে বাস্তুচ্যুত হওয়া মানুষদের পাশে এসে দাঁড়ানোরও আহ্বান জানান। প্রেসিডেন্ট ওবামা আরো বলেন, পবিত্র রমজান মাসকে সম্মান জানাতে এবং হোয়াইট হাউসে আমাদের বার্ষিক ইফতার ও নৈশভোজে আমেরিকান মুসলিমদের স্বাগত জানাতে আমি অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!